ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চার টেকনোক্র্যাট মন্ত্রীকে অব্যাহতি, নতুন করে দফতর বণ্টন

প্রকাশিত: ০৫:১৭, ১২ ডিসেম্বর ২০১৮

 চার টেকনোক্র্যাট মন্ত্রীকে অব্যাহতি, নতুন করে  দফতর বণ্টন

বিশেষ প্রতিনিধি ॥ চার টেকনোক্র্যাট মন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার পর তাদের দফতরগুলো নতুন করে বণ্টন করেছে সরকার। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় নিজের হাতে রেখেছেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে। আর ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে মন্ত্রীদের এসব মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন জানিয়ে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ আদেশ জারি করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৬ নবেম্বর পদত্যাগপত্র দিয়েছিলেন মন্ত্রিসভার চার টেকনোক্র্যাট সদস্য। তবে তাদের বিষয়ে প্রজ্ঞাপন জারি হয় গত ৯ ডিসেম্বর। গত ৩ ডিসেম্বর বর্তমান সরকারের শেষ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। চলতি বছর জানুয়ারিতে মন্ত্রিসভায় সর্বশেষ রদবদল হয়। এতদিন মন্ত্রিসভায় ৩০ মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী এবং দুইজন উপমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারে দায়িত্ব পালন করে আসছিলেন।
×