ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে বন্দী রয়টার্র্র্সের দুই সাংবাদিক পুরস্কৃত

প্রকাশিত: ০৫:১৫, ১২ ডিসেম্বর ২০১৮

 মিয়ানমারে বন্দী  রয়টার্র্র্সের দুই  সাংবাদিক  পুরস্কৃত

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার খবর সংগ্রহ করে মিয়ানমারের কারাগারে বন্দী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক ২০১৮ সালের ব্রিটিশ সাংবাদিকতা পুরস্কার পেয়েছেন। ওয়া লোন ও কিয়াউ সোয়ে উ যৌথভাবে ফরেন এ্যাফেয়ার্স জার্নালিজম বিভাগ এবং ম্যাসাকার ইন মিয়ানমার শিরোনামের প্রতিবেদনটি বছরের সেরা অনুসন্ধানী প্রতিবেদন নির্বাচিত হয়েছে। লন্ডনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়েছে। খবর ইয়াহু নিউজের। এ বছর আরও বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন মিয়ানমারে বন্দী এই দুই রয়টার্স সাংবাদিক।
×