ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইএসএনের লভ্যাংশ বাতিল

প্রকাশিত: ০৯:০৩, ১১ ডিসেম্বর ২০১৮

আইএসএনের লভ্যাংশ বাতিল

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইএসএন) লিমিটেডের লভ্যাংশ বাতিল করা হয়েছে। ৯ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিতে লভ্যাংশের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানি জানায়, ৬ বছর পর ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তাদের রিটেইনড আর্নিং নেগেটিভ থাকায় ডিভিডেন্ডের সিদ্ধান্ত বাতিল করা হয়। কারণ নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির আইন অনুযায়ী রিটেইনড আর্নিং নেগেটিভ থাকলে ডিভিডেন্ড ঘোষণা করা যাবে না। এই আইন গত ২০ জুন প্রকাশ করেছে বিএসইসি। আর আইনটি জানা সত্ত্বেও কোম্পানি গত ২৮ অক্টোবর পর্ষদ সভায় ডিভিডেন্ড ঘোষণা করে। -অর্থনৈতিক রিপোর্টার
×