ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্লোরিয়াস টু ইয়ার্স কনসার্ট

প্রকাশিত: ০৮:৫৩, ১১ ডিসেম্বর ২০১৮

গ্লোরিয়াস টু ইয়ার্স কনসার্ট

স্টাফ রিপোর্টার ॥ উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানস্থল দর্শকে কানায় কানায় পূর্ণ। শিল্পীদের গানে গানে মুখরিত পুরো মঞ্চ। এভাবেই কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত কনসার্টে জনপ্রিয় ব্যান্ড শিল্পীদের গান উপভোগ করলেন সহস্রাধিক শ্রোতা। কনসার্টে দর্শক শ্রোতার সমাগম হতে থাকে শনিবার বিকেল থেকে। অনুষ্ঠান আরম্ভ হয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে। আয়োজনের মূল পর্বে ব্যান্ডশিল্পীরা একে একে গানের আসর জমাতে শুরু করেন। দেশীয় ব্যান্ডদল ‘ব্ল্যাক’, ‘পাওয়ারসার্জ’, ‘ওউন্ড’ ও ‘পার্পল হেইজ’ তরুণ দর্শকদের উদ্দেশে গান পরিবেশন করেন। ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে স্মরণ করা হয়। এরপর পার্পল হেইজ তাদের দর্শকপ্রিয় গানগুলো গেয়ে শোনায়। পরবর্তী পর্বে মঞ্চে উঠে ‘ওউন্ড’। ‘ভাবান্তর’, ‘আসক্তি’, ‘গর্ভ’সহ জনপ্রিয় গানগুলো পরিবেশন করে তারা। ‘পাওয়ার সার্জ’র গানও পুরোটা সময় বুঁদ করে রাখে দর্শকদের। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের দুই বছর পূর্তি উপলক্ষে বিজয়ের মাসে আয়োজিত এই কনসার্টের প্রতিটি ক্ষণ যেন উপভোগ্য হয়ে ধরা দেয়। পরে মঞ্চে ওঠে প্রখ্যাত ব্যান্ডদল ব্ল্যাক। ’আমার পৃথিবী’, ‘উৎসবের পর’সহ জনপ্রিয় গানগুলো ছাড়াও ব্যান্ডটি তাদের নতুন এ্যালবামের কয়েকটি গান পরিবেশন করে।
×