ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলকাতায় সম্মাননা পেলেন বাংলাদেশের কৌতুক অভিনেতা উত্তম অধিকারী

প্রকাশিত: ০৮:৫২, ১১ ডিসেম্বর ২০১৮

কলকাতায় সম্মাননা পেলেন বাংলাদেশের কৌতুক অভিনেতা উত্তম অধিকারী

সংস্কৃতি ডেস্ক ॥ পশ্চিমবঙ্গের কলকাতায় ‘দুই বাংলার কবিতা উৎসব-২০১৮’ এ সম্মাননা পেলেন বাংলাদেশের অভিনেতা উত্তম অধিকারী। গত ২৪ নবেম্বর কলকাতার ঘোবরডাঙ্গার একটি হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৌতুক অভিনেতা হিসেবে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা অধিকর্তা। বিশেষ অতিথি ছলেন, পশ্চিমবঙ্গের বিখ্যাত কবি অমৃত লাল বিশ্বাস, বিখ্যাত শিল্পী সৈমেন কর, কবি শ্রী শংকর, ভাস্কর, শিবো প্রসাদ ও সমির রঞ্জন সরকারসহ বিভিন্ন ব্যক্তি। অনুষ্ঠানে কবি অমৃত লাল বিশ্বাস ও শিল্পী সৈমেন কর উত্তম অধিকারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। জানা যায়, বাংলাদেশের এই জনপ্রিয় কৌতুক অভিনেতা উত্তম অধিকারী ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’, ‘পরিবর্তন’ ও ‘স্মাইল শো’সহ দেশের বিভিন্ন অনুষ্ঠানে কৌতুক পরিবেশনের মাধ্যমে সুনাম কুড়িয়েছেন। এছাড়াও তিনি টিভি চ্যানেলের বিভিন্ন নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে আসছেন। তারই সুবাদে এপার বাংলা এবং ওপার বাংলা এই দুই বাংলার কবিতা উৎসবে তাকে আলোচিত কৌতুক অভিনেতা হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়। উত্তম অধিকারী তার এই প্রাপ্ত সম্মাননা বাংলাদেশের সকল মানুষকে উৎসর্গ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের যে সকল মানুষের ভালবাসায় আমি আজ উত্তম অধিকারী তাদের জন্য আমার এ পুরস্কারটি উৎসর্গ করলাম। পাশাপাশি আমি যেন সুনামের সঙ্গে আমার অভিনয় জগতকে ধরে রাখতে পারি সেজন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
×