ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এই সময়ের অভিনেতা ইমরান হাসো

প্রকাশিত: ০৮:৫১, ১১ ডিসেম্বর ২০১৮

এই সময়ের অভিনেতা ইমরান হাসো

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অত্যন্ত সম্ভাবনাময় অভিনয়শিল্পী ইমরান হাসো। পুরো নাম মোঃ ইমরান হোসাইন ইমু। নওগাঁর পত্নীতলার সন্তান ইমরান হাসো ঢাকায় একজন মঞ্চকর্মী হিসেবে নিয়মিতভাব বিভিন্ন নাটকে অভিনয় করে যাচ্ছেন। পাশাপাশি ছোট পর্দা এবং বড় পর্দাতেও নিয়মিতভাবে কাজ করছেন তিনি। বিশেষ করে খণ্ড নাটক, ধারাবাহিক নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে তার অভিনয় মেধার জানান দিয়েছেন। অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে ইমরান হাসো কমেডি চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। নাট্যকর্মী ইমরান হাসো খুব কম সময়ে শিল্পকলার সঙ্গে সম্পৃক্ত মানুষদের মন জয় করে নিয়েছেন। রঙ্গনা নাট্যগোষ্ঠীর কর্মী ইমরান হাসো অভিনীত মঞ্চ নাটকগুলোর মধ্যে ‘শত নারী এক পুরুষ’ এবং ‘কালের সাক্ষী’ অন্যতম। ইমরান হাসো ২০১৭ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। পরিচালক শফিক হাসানের ‘বাহাদুরী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দার তার যাত্রা শুরু হয়। এরপর গাজী জাহাঙ্গীর পরিচালিত ‘প্রেমের বাঁধন’ চলচ্চিত্রে কমেডিয়ান চরিত্রে অভিনয় করেন। ইস্পাহানি আরিফ জাহানের ‘নায়ক’ চলচ্চিত্রে বাপ্পী চৌধুরীর সঙ্গে অভিনয় করেন। পাশাপাশি শ্রাবণ শাহ’র টেলিফিল্ম ‘বাউ-ুলে’, আখতারুল আলম তিনুর পরিচালনায় ‘ব্লাকফোর্স’ চলচ্চিত্রে অভিনয় করেন। তবে পরিচালক মিজানুর রহমান মিজানের ‘তোলপাড়’ চলচ্চিত্রে আলাদা গেটাপে অভিনয় করে সবার নজর কাড়েন ইমরান হাসো। এরপর শবনম পারভীনের পরিচালনায় ‘হুরমতি’, শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’ চলচ্চিত্রে অভিনয় করেন। আরও কয়েকটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। পরিচালক ইফতেখার ইফতির ধারাবাহিক ‘পিরিতপুর’, মেহেদী হাসান হৃদয়ের ধারাবাহিক ‘রসের হাঁড়ি’, রোহান মাহমুদের সিঙ্গেল ‘এইটটিন ডে’, রাজকামালের ‘স্বদেশ প্রেম’ সহ অনেক নাটকে অভিনয় করেছেন। বিএফডিসিতে যৌথ প্রযোজনা নিয়ে আন্দোলনে খালি গায়ে বুকে পিঠে নূর হোসনের মতো ‘যৌথ প্রতারণা বন্ধ কর’ এবং রোহিঙ্গাদের নিয়ে মানববন্ধনে খালি গায়ে ‘স্টপ কিলিং ইন মিয়ানমার’ লিখে আলোচিত হোন। বর্তমানে থিয়েটার এ্যান্ড মিডিয়া স্টাডিজ নিয়ে অনার্সে পড়াশোনা করছেন। তার স্বপ্ন একটাই বড় অভিনেতা হবেন। ইমরান হাসো অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘বাহাদুরী’ শফিক হাসান, ‘প্রেমের বাঁধন’ গাজী জাহাঙ্গীর, ‘নায়ক’ ইস্পাহানি আরিফ জাহান, ‘তোলপাড়’ মিজানুর রহমান মিজান, ‘হুরমতি’ শবনম পারভীন, ‘একটু প্রেম দরকার’ শাহীন সুমন, ‘ব্ল্যাকফোর্স’ পরিচালনায় আখতারুল আলম তিনু। ইমরান হাসো ১৯৯৭ সালে আজকের দিনে পতœীতলা থানার শিহাড়া ইউনিয়নের আমন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা-মাতার বড় সন্তান ইমরান। একমাত্র ছোট বোন, বাবা মোঃ আব্দুস সোবহান আলী, মা মোসাঃ রেহেনা বেগম। মিডিয়ায় আসার পেছনে মা-বাবা উৎসাহ দিয়েছে। ছোট বেলায় স্বপ্ন ছিল একজন আইনজীবী হবেন। অষ্টম শ্রেণী থেকে লক্ষটা একটু পরিবর্তন হতে থাকে। স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে পুরস্কৃত হয়েছেন। কলেজে ভর্তি হওয়ার পর নজিপুরে বিভিন্ন অনুষ্ঠানে তিনি কৌতুক পরিবেশন করতেন। সবার উৎসাহে মীরাক্কেল পারফর্মার তানভীর সরকারের সঙ্গে যোগাযোগ করেন। তার সঙ্গেও বিভিন্ন কনসার্টে পারফর্ম করতে থাকে। তানভীর সরকার ছিলেন ইমরানের প্রথম ওস্তাদ। তার সঙ্গে ১ বছর ছিলেন। তারপর মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনির বুনো পায়রাতে যোগ দেন। এরপর কমেডিয়ান চিকন আলীর সহায়তা এনটিভির হাসোতে অডিশন দেন এবং সিলেক্ট হোন। তারপর শুরু হয় ইমরানের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সেরা ৪০ জনের মধ্যে তিনিও একজন নির্বাচিত হোন। তারপর চিন্তা একটাই বড় অভিনেতা হবেন। ২০১৫ সালের মে মাসে এনটিভিতে কমেডি পরিবেশনা শুরু হয়। পড়াশোনার জন্য এক বছর বিরতি নেন। এরপর ২০১৬ -২০১৭ সালে বিভিন্ন কনসার্ট এবং ইউটিউবের জন্য নির্মিত বিভিন্ন শর্টফিল্ম এবং নাটকে কাজ করেন। এর মধ্যে বিভিন্ন পরিচালকের সঙ্গে যোগাযোগ শুরু করেন। ইমরান হাসো বলেন, সবার দোয়া এবং ভালবাসা নিয়ে আমি দেশের সেরা অভিনয়শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, আরও অনেকদূর এগিয়ে যেতে চাই। আজ ইমরান হাসোর জন্মদিন। আাজকের দিনে তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×