ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রুমী আজনবীর ‘স্বদেশ আমার’এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৮:৫০, ১১ ডিসেম্বর ২০১৮

রুমী আজনবীর ‘স্বদেশ আমার’এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ ধানমন্ডি ক্লাব ভিআইপি লাউঞ্জে গত শনিবার সন্ধ্যায় লেজারভিশনের আয়োজনে ও আজনবী সঙ্গীত একাডেমি সমাজ উন্নয়ন সংস্থা নিবেদিত কণ্ঠশিল্পী রুমী আজনবীর ‘স্বদেশ আমার’ শীর্ষক নজরুল সঙ্গীতের এ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ্যালবামটির মোড়ক উন্মোচন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পৌত্রী খিলখিল কাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক ভুঁইয়া, বিশিষ্ট সংস্কৃতিসেবী ও হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালক গানবন্ধু গোলাম ফারুক ও শিল্পী রুমী আজনবী, লেজারভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজারভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন রফিক সুলায়মান। অনুষ্ঠানের মাঝে মাঝে শিল্পী সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন। এ্যালবামটিতে নজরুলের মোট ১০টি জনপ্রিয় গান রয়েছে। উল্লেখযোগ্য গানগুলো হলো- ‘স্বদেশ আমার জানি না তোমার’, ‘আজো ফোটেনি কুঞ্জে মম’, ‘এলো ঐ বনান্তে পাগল’, ‘বল সখি বল ওরে’, ‘পরজনমে যদি আসি’ প্রভৃতি। এ্যালবামের গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন শিল্পী নিজেই। এ্যালবামটি প্রসঙ্গে শিল্পী রুমী আজনবী বলেন, আমি চেষ্টা করেছি নজরুলভক্ত-শ্রোতাদের জন্য ভাল কিছু গান উপহার দিতে, আশাকরি সব ধরনের শ্রোতাদের কাছে গানগুলো ভাল লাগবে বলে আমার বিশ্বাস।
×