ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটুয়াখালী-৪ আসনে শুরু হলো নির্বাচনী প্রচার

প্রকাশিত: ০৬:৫৭, ১১ ডিসেম্বর ২০১৮

পটুয়াখালী-৪ আসনে শুরু হলো নির্বাচনী প্রচার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১০ ডিসেম্বর ॥ প্রতীক বরাদ্দ পেয়েই নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিবের সমর্থকরা প্রচারে নেমে পড়লেন। উঠান বৈঠক ছাড়াও একাধিক স্পটে নৌকা প্রতীক সংবলিত লিফলেট বিতরণ শুরু করেছে। এছাড়া মাইকেও চলছে প্রচার কাজ। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা কোমর বেধে নির্বাচনী কাজে নেমে পড়েছেন। একইভাবে ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সমর্থনে মাইকিং শুরু হয় বিকেল দুটার পর থেকে। এখন ১১৪ পটুয়াখালী-৪ আসনে চলছে নির্বাচনী আমেজ। গ্রাম কিংবা শহর সর্বত্র এখন নির্বাচনী চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। চায়ের কাপেও বাড়ছে নির্বাচনী উত্তাপ। একইভাবে এ আসনের সবকটি ইউনিয়ন ছাড়াও রাঙ্গাবালী উপজেলার সর্বত্র শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা। পুলিশী থানা মহিপুরেও চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। নৌকা ধানের শীষ ব্যতিরেকে শুরুর দিনে অপর প্রার্থীর কাউকে প্রচারকাজে দেখা যায়নি। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষেও নির্বাচনী দৌড় শুরু হবে আজ মঙ্গলবার-এমন আভাস পাওয়া গেছে দলীয় সূত্রে। নির্বাচনী প্রচারে আওয়ামী লীগ ইতোমধ্যে কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করেছে। প্রচারের একাধিক সেল গঠন করা হয়েছে। এজন্য ইতোমধ্যে মূলসহ সহযোগী সংগঠনগুলো বিশেষ বর্ধিত সভা করেছে।
×