ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের জালে সাইপ্রাসের এক হালি গোল

প্রকাশিত: ০৬:১১, ১১ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশের জালে সাইপ্রাসের এক হালি গোল

স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ডের বুরিনামে শুরু হয়েছে উয়েফা এ্যাসিস্ট মিনি টুর্নামেন্ট প্রজেক্টের অধীনে চার জাতি ফুটবল প্রতিযোগিতা। এতে শুরুটা বড় হার দিয়ে হয়েছে বাংলাদেশ দলের। সোমবার তারা ৪-০ গোলে বিধ্বস্ত হয় ইউরোপের দেশ সাইপ্রাসের কাছে। অথচ খেলার প্রথমার্ধে মাত্র ১-০ গোলে পিছিয়ে ছিল লাল-সবুজরা। আগামী ১২ ডিসেম্বর স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমার্ধে বেশ প্রতিরোধ গড়ে তুললেও দ্বিতীয়ার্ধের মাঝমাঝি থেকে ধীরে ধীরে সব প্রতিরোধ শক্তি হারাতে শুরু করে মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা। সেই সুুযোগে একের পর এক গোল করতে থাকে শক্তিশালী সাইপ্রাস। ম্যাচের ১৭ মিনিটে গোল করে এগিয়ে যায় সাইপ্রাস। পেনাল্টি পায় তারা। দলের অধিনায়ক ইলিয়াস কোস্তিস তা থেকে গোল করতে ভুল করেনি (১-০)। ৬৭ মিনিট ব্যবধান দ্বিগুণ করে তারা। কর্নার থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতরে জটলা থেকে ডান পায়ের গড়ানো শটে গোল করে মারিওস কক্কিনোফাতস (২-০)। তিন মিনিট পরেই আবারও গোল করে বিজয়ী দল। এ্যাঙ্গেলস জেফকি বক্সের ভেতর ঢুকে আগুয়ান গোলরক্ষকের মাথায় ওপর দিয়ে বল আলতো করে তুলে দিয়ে বল পাঠায় জালে (৩-০)। ইনজুরি সময়ে বাংলাদেশের হারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় সাইপ্রাস। ৯১ মিনিট আন্দ্রেয়াস গোলটি করে। সতীর্থের কাছ থেকে চোরা থ্রু পাস পেয়ে তরিৎ গতিতে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়ে গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই ডান পায়ের গড়ানো শটে জালে পাঠায় বল (৪-০)। এতদিন বাংলাদেশের বিভিন্ন বয়সভিত্তিক ও জাতীয় দল খেলেছে এএফসি এবং সাফ পর্যায়ের বিভিন্ন আসরে। কিন্তু উয়েফার কোন আসরে খেলেনি। খেলার কথাও নয়। কারণ উয়েফা হচ্ছে ইউরোপ-জোন। তবে উয়েফা সম্প্রতি তাদের মিনি প্রজেক্ট হিসেবে এই ধরনের টুর্নামেন্ট চালু করেছে। যাতে এশিয়া জোন থেকে তিনটি এবং ইউরোপ জোন থেকে একটি দল খেলবে।
×