ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইমার্জিং টিমস এশিয়া কাপে সেমিফাইনালে বাংলাদেশ-ভারত লড়াই

প্রকাশিত: ০৬:১০, ১১ ডিসেম্বর ২০১৮

ইমার্জিং টিমস এশিয়া কাপে সেমিফাইনালে বাংলাদেশ-ভারত লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপ খেলতে গিয়ে পাকিস্তান পর্ব রবিবারই শেষ করে ফেলেছে বাংলাদেশ অনুর্ধ-২৩ দল। এবার তাদের সামনে শ্রীলঙ্কা পর্ব অপেক্ষা করছে। পাকিস্তানের করাচীতে টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলাগুলো খেলেছে বাংলাদেশ দল। এবার শ্রীলঙ্কার কলম্বোতে সেমিফাইনালে খেলতে নামবে তারা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এ দুই দলের সেমিফাইনাল ম্যাচটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় শুরু হবে। টুর্নামেন্টে এবার দুই গ্রুপে চার দল করে আট দল খেলেছে। খেলা হয়েছে শ্রীলঙ্কার কলম্বো ও পাকিস্তানের করাচীতে। ‘এ’ গ্রুপের খেলা হয়েছে কলম্বোতে। ‘বি’ গ্রুপের খেলা হয়েছে করাচীতে। ‘এ’ গ্রুপে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান খেলে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও হংকং খেলে। দুই গ্রুপের মধ্যে ‘এ’ গ্রুপ থেকে ভারত ও শ্রীলঙ্কা এবং ‘বি’ গ্রুপ থেকে পাকিস্তান ও বাংলাদেশ সেমিফাইনালে উঠে। দুই গ্রুপের সেরা চার দল হয় এই চার দল। তবে সবচেয়ে উজ্জ্বল নৈপুণ্য দেখায় ভারত। তিন ম্যাচের সবকটিতে জিতে। ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে ভারত। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৭৪ রানে উড়িয়ে দিয়েছে। দ্বিতীয় ম্যাচে ওমানকে ৬ উইকেটে হারিয়েই সেমিফাইনালে খেলা নিশ্চিত করে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়। ম্যাচটি সোমবারই হয়েছে। শ্রীলঙ্কা আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ২৬০ রান করে। জবাব দিতে নেমে হিম্মত সিংয়ের অপরাজিত ১২৬ রানে ৬ উইকেট হারিয়ে ৪৭.৩ ওভারে ২৬১ রান করে জিতে ভারত। শ্রীলঙ্কা হারলেও ২ ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে তারাও সেমিফাইনালে খেলবে। পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। বাংলাদেশ গ্রুপ পর্বে ২ ম্যাচ জিতে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। প্রথম ম্যাচেই হতাশ করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ৯৭ রানের বড় ব্যবধানে হেরেছে। সেমিফাইনালে খেলাই অনিশ্চিত হয়ে পড়েছিল। দ্বিতীয় ম্যাচে হংকংকে ২৮ রানে হারানোর পর শেষ ম্যাচে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তানকে হারানোতেই এই সুযোগ মিলে। তবে এই গ্রুপের সেরা দল হয় পাকিস্তানই। তারাও ২টি ম্যাচ জিতে। রানরেটে বাংলাদেশকে পেছনে ফেলে। এখন ভারতের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলে ১৫ ডিসেম্বর ফাইনাল ম্যাচে খেলার টিকেট পাবে বাংলাদেশ।
×