ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেলের গোলে রিয়াল মাদ্রিদের জয়

প্রকাশিত: ০৬:০৯, ১১ ডিসেম্বর ২০১৮

বেলের গোলে রিয়াল মাদ্রিদের জয়

জিএম মোস্তফা ॥ স্প্যানিশ লা লিগায় জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। রবিবার তারা ১-০ গোলে পরাজিত করেছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা হুয়েস্কাকে। গ্যারেথ বেলের করা একমাত্র গোলে এদিন পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। হুয়েস্কার বিপক্ষে জয়ের ফলে লীগ টেবিলের চারে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো সোলারির দল ছাড়াও রবিবার স্প্যানিশ লা লিগায় জয়ের দেখা পেয়েছে রিয়াল ভালাদোলিদ এবং রিয়াল বেটিস। নিজেদের মাঠে রিয়াল বেটিস ২-০ গোলে হারিয়েছে রায়ো ভায়েকানোকে। আর রিয়াল সোসিয়েদাদকে তাদের মাঠেই ২-১ গোলে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে রিয়াল ভালাদোলিদ। তবে এইবারের সঙ্গে ৪-৪ গোলে রোমাঞ্চকর ড্র করেছে লেভান্তে। গত মৌসুমের শেষেই গোটা ফুটবল দুনিয়াকে অবাক করে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে জুভেন্টাসে নতুন করে ঠিকানা গড়েন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সি আর সেভেন রিয়াল মাদ্রিদ ছেড়ে গেলে গ্যারেথ বেলকেই স্প্যানিশ ক্লাবটির ভরসা হিসেবে ভেবেছিলেন অনেকে। কিন্তু বাস্তবে ঘটল তার উল্টোটা। সি আর সেভেনের অনুপস্থিতিতে লস ব্ল্যাঙ্কোসদের হাল ধরা তো দূরের কথা, এই সময়টাতে নিজেকেই হারিয়ে রিয়ালের ওয়েলস তারকা। বিশেষ করে স্প্যানিশ লা লিগায় যেন গোল করতেই ভুলে যান রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার। অবশেষে রবিবার গোলের দেখা পেলেন সাবেক টটেনহ্যাম হটস্পারের এই স্ট্রাইকার। এদিন তার করা একমাত্র গোলেই হুয়েস্কাকে পরাজিত করে রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে লা লিগায় পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে ওঠে আসে বেল-বেনজেমারা। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা হুয়েস্কার বিপক্ষে ম্যাচ শুরুর আট মিনিটে গোল করেন গ্যারেথ বেল। এই গোলের সৌজন্যেই ১০ ম্যাচের গোল-খরা কাটিয়ে উঠলেন ওয়েলস স্ট্রাইকার। আরেকটু ঘেটে-ঘুটে দেখা যায় ১০০ দিন পর রিয়াল মাদ্রিদকে প্রথম গোল উপহার দিলেন তিনি। মিনিটের হিসেবে ৮০২ মিনিট পর বেল গোল করে রিয়াল মাদ্রিদকে জেতালেন। এই জয়ের ফলে ১৫ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে রিয়াল। শীর্ষে যথারীতি তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা। সমানসংখ্যক ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে মেসি-সুয়ারেজরা। ২৮ পয়েন্ট দুইয়ে আছে সেভিয়া। সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়েও তিনে এ্যাটলেটিকো মাদ্রিদ। ক্লাব ফুটবলে যা যা জেতা যায়, তার সবকিছুই রিয়াল মাদ্রিদের জার্সিতে জিতেছেন রোনাল্ডো। নতুন চ্যালেঞ্জের খোঁজেই জুভেন্টাসে যোগ দিয়েছেন তিনি। জুভেন্টাসও স্বপ্ন দেখছে, বাইশ বছর ধরে অধরা থাকা চ্যাম্পিয়নস লীগটাও রোনাল্ডোর হাত ধরেই আসবে। কিন্তু জুভেন্টাস কি চ্যাম্পিয়নস লীগ জেতার মতো যথেষ্ট শক্তিশালী দল? নাকি রোনাল্ডোর মতো টানা তিনবারের চ্যাম্পিয়ন্স লীগ জয়ী রিয়াল মাদ্রিদ থেকে আরও খেলোয়াড় নিয়ে আসা লাগবে তাদের? রোনাল্ডোর মতে তার সাবেক ক্লাব থেকে আর তেমন খেলোয়াড় আনার দরকার নেই জুভেন্টাসের। এ প্রসঙ্গে সি আর সেভেন বলেন, ‘আমি জানি আপনারা (বিভিন্ন সংবাদমাধ্যম) অনেক কিছুই লিখে থাকেন। বেল, এ্যাসেনসিও, জেমস জুভেন্টাসে আসবে কি আসবে না সে নিয়ে আপনারা লেখালেখি করেন। কিন্তু সত্যি বলতে কি, আমার মনে হয় না এদের কাউকে জুভেন্টাসের দরকার আছে।’ তবে সুযোগ পেলে রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়কে রোনাল্ডো জুভেন্টাসে আনতে চাইবেন। কে তিনি? রোনাল্ডো বলেন, ‘আমার মনে হয় মার্সেলো (ব্রাজিলের লেফটব্যাক) জুভেন্টাসে আসলে জুভেন্টাসের মান বাড়বে অনেক। জুভেন্টাস সব সময়েই সেরা খেলোয়াড়দের দলে আনতে চায়, আর মার্সেলো সেসব খেলোয়াড়দের মধ্যে একজন।’ রিয়াল মাদ্রিদে থাকার সময় মার্সেলোর সঙ্গে রোনাল্ডোর বন্ধুত্ব ছিল অনেক। রোনাল্ডো চলে যাওয়ার পর মার্সেলো মুষড়ে পড়েছিলেন অনেক, বেশ কয়েক বছর আগে এটাও ঘোষণা করেছিলেন, রোনাল্ডো যেখানে যাবেন, তিনিও তার পেছনে পেছনে সেখানে চলে যাবেন। প্রিয় বন্ধুকে কি তবে জুভেন্টাসে চলে আসার আহ্বান জানালেন রোনাল্ডো?
×