ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্মরণীয় জয়ে ঐতিহাসিক শুরু ভারতের

প্রকাশিত: ০৬:০৭, ১১ ডিসেম্বর ২০১৮

স্মরণীয় জয়ে ঐতিহাসিক শুরু ভারতের

শাকিল আহমেদ মিরাজ ॥ এ্যাডিলেডে রুদ্ধশ্বাস নাটকীয়তায় ভরা প্রথম টেস্টে ৩১ রানের জয়ে চার ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। জয়ের জন্য শেষ দিনে সফরকারীদের প্রয়োজন ছিল ৬ উইকেট, স্বাগতিক অস্ট্রেলিয়ার ২১৯ রান। শেষ দিকে তুমুল উত্তাপ ছড়ানো ম্যাচে সোমবার ২৯১ রানে (লক্ষ্য ৩২৩) অলআউট হয় টিম পেইনের অস্ট্রেলিয়া। বুনো উল্লাসে মেতে ওঠে বিরাট কোহলি এ্যান্ড কেং। প্রথম ইনিংসে স্বাগতিক অজিদের সংগ্রহ ছিল ২৩৫, ভারত ২৫০ ও ৩০৭। অতিথিতের বুনো উল্লাসের কারণটা অনুমেয়। ঐতিহাসি। ১৯৪৭-৪৮ মৌসুম থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে এই প্রথম কোন টেস্ট সিরিজে জয় দিয়ে শুরু করল ভারত! বোলারদের দাপট দেখানো দ্বৈরথে দারুণ ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন চেতেশ্বর পুজারা (১২৩ ও ৭১)। পার্থে শুক্রবার শুরু বহুল আলোচিত চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। ৩২৩ রানের জয়ের লক্ষ্যে সোমবার ৪ উইকেটে ১০৪ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। শুরুতেই হারায় তারা ট্রাভিস হেডকে। ইশান্ত শর্মার দুর্দান্ত বাউন্সারে হেড ফেরেন ১৪ রানে। শন মার্শ ও টিম পেইন এরপর লড়াই চালিয়ে গেছেন। লাঞ্চের আগে ও পরে দুজনের লড়াই থামিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ১৬৬ বলে ৬০ রানে ফিরেছেন মার্শ, অধিনায়ক পেইন করেছেন ৪১। অস্ট্রেলিয়ার রান তখন ৭ উইকেটে ১৮৭, অপেক্ষা বড় পরাজয়ের। কিন্তু লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা যেন হারার আগে হারতে চাননি। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক শুরু করলেন প্রতিরোধ। অষ্টম উইকেটে যোগ হলো ৪১ রান। ২৮ রান করে স্টার্ক ফিরলেন মোহাম্মদ শামির বলে। কামিন্সের সঙ্গে এরপর নাথান লেয়নও লড়াই করলেন দৃঢ়প্রতিজ্ঞতায়। নবম জুটিতে এলো আরও ৩১ রান! অস্ট্রেলিয়ার জয় তখনও বেশ দূরে। কিন্তু শেষ জুটিতে লেয়ন ও জশ হ্যাজলউডের ব্যাটে সেই লক্ষ্য কাছে আসছিল একটু একটু করে। লেয়ন খেলছিলেন দুর্দান্ত সব শট। হ্যাজলউডের একেকটি ডিফেন্সে তালির জোয়ার বইছিল গ্যালারিতে। উঁকি দিতে শুরু করে অসম্ভব এক জয়ের স্বপ্ন। ৩২ রানের সেই জুটি থামালেন শেষ পর্যন্ত রবিচন্দ্রন অশ্বিন। হ্যাজলউডের বিদায়ে বাঁধভাঙা উল্লাসে মাতে ভারতীয়রা। লেয়ন তখন অপরাজিত ৩৮ রানে। দারুণ বোলিং করা বুমরাহ, শামি ও অশ্বিন শেষ ইনিংসে নিয়েছেন তিনটি করে উইকেট। দুই ইনিংস মিলে ১১ ক্যাচ নিয়ে কিপার রিশভ পান্থ ছুঁয়েছেন বিশ্বরেকর্ড। তবে ১২৩ ও ৭১ রানের দুর্দান্ত দুটি ইনিংস খেলে ম্যাচসেসরা চেতেশ্বর পুজারা। দীর্ঘ ৭১ বছরে অস্ট্রেলিয়ায় ১২ বারের সফরে সিরিজের প্রথম টেস্টে এই প্রথমবার জয়ের স্বাদ পেল ভারত। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ৪৫ টেস্টে এটি ভারতের মাত্র ষষ্ঠ জয়। শেষ জয়টি এসেছিল ঠিক এক দশক আগে, ২০০৮ সালে, পার্থে, অনিল কুম্বলের নেতৃত্বে। অন্যদিকে জিততে হলে অস্ট্রেলিয়াকেও কিন্তু ইতিহাসের পাতায় নাম লেখাতে হতো। কারণ গত ১০০ বছরে এ্যাডিলেডে ২০০ বা তার বেশি রান চেজ করে জয়ের নজির নেই স্বাগতিকদের। এ নিয়ে গত তিন সিরিজে ঘরের মাঠে হার দিয়ে শুরু করল অজিরা। আলোচিত বল টেম্পারিংয়ের সূত্র ধরে নিষিদ্ধ দুই তারকা স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে ব্যর্থতার বৃত্তে বন্দী দলটির জন্য ‘নাম্বার ওয়ান’ ভারতের সঙ্গে এমন ফাইট দেয়া কম কিসে! স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ২৫০/১০ (৮৮ ওভার; রাহুল ২, বিজয় ১১, পুজারা ১২৩, কোহলি ৩, রাহানে ১৩, রোহিত ৩৭, পন্থ ২৫, অশ্বিন ২৫, ইশান্ত ৪, শামি ৬*; স্টার্ক ২/৬৩, হ্যাজলউড ২/৫২, কামিন্স ২/৪৯, লেয়ন ২/৮৩, হেড ০/২) ও দ্বিতীয় ইনিংস ৩০৭/১০ (১০৬.৫ ওভার; রাহুল ৪৪, বিজয় ১৮, পুজারা ৭১, কোহলি ৩৪, রাহানে ৭০, রোহিত ১, পন্থ ২৮, অশ্বিন ৫, ইশান্ত ০, শামি ০, বুমরাহ ০*; স্টার্ক ৩/৪০, হ্যাজলউড ১/৪৩, লেয়ন ৬/১২২) অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ২৩৫/১০ (৯৮.৪ ওভার; ফিঞ্চ ০, হ্যারিস ২৬, খাজা ২৮, মার্শ ২, হ্যান্ডসকম ৩৪, হেড ৭২, পেইন ৫, কামিন্স ১০, স্টার্ক ১৫, লেয়ন ২৪*, হ্যাজলউড ০; ইশান্ত ২/৪৭, বুমরাহ ৩/৮৭, শামি ২/৫৮, অশ্বিন ৩/৫৭) ও দ্বিতীয় ইনিংস ২৯১/১০ (১১৯.৫ ওভার; ফিঞ্চ ১১, হ্যারিস ২৬, খাজা ৮, হ্যান্ডসকম ১৪ মার্শ ৬০, হেড ১৪, পেইন ৪১, কামিন্স ২৮, স্টার্ক ২৮, লেয়ন ৩৮*, হ্যাজলউড ১৩; ইশান্ত ১/৪৮, বুমরাহ ৩/৬৮, অশ্বিন ৩/৯২, শামি ৩/৬৫, বিজয় ০/১১)। ফল ॥ ভারত ৩১ রানে জয়ী। ম্যাচসেরা ॥ চেতেশ্বর পুজারা (ভারত)। সিরিজ ॥ চার টেস্ট ভারত ১-০ ব্যবধানে এগিয়ে।
×