ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লৌহজং ইউএনওর কাছে বিকাশে টাকা দাবি

প্রকাশিত: ০৫:৫৫, ১১ ডিসেম্বর ২০১৮

লৌহজং ইউএনওর কাছে বিকাশে টাকা দাবি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের কাছে অর্থ দাবি করা হয়েছে। তাদের বলা হয় সরকারী অর্থায়নে প্রতিটি বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ দেয়া হবে। তার জন্য নির্দিষ্ট বিকাশ নম্বরে ৬ হাজার টাকা পাঠাতে হবে। যার নম্বর ০১৭২২৬০৫৯৭৮। কোন কোন শিক্ষক বিষয়টি বিশ্বাস না করায় তাদেরকে কৌশলে বলা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে কল দেয়া হবে। তার কিছুক্ষণ পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে শিক্ষকদের টাকা দেবার জন্য কল দেয়া হয়। গতকাল সোমবার সকাল ৭টা থেকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের উপজেলার ইউএনও ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে দুর্বৃত্তরা ওই নম্বর থেকে টাকার জন্য ফোন দেয়। এ ব্যাপারে লৌহজং উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, আমাকে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ফোন করে বিষয়টি জানিয়েছেন।
×