ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বদলগাছিতে দরিদ্র পরিবারের ওপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত: ০৫:৫২, ১১ ডিসেম্বর ২০১৮

বদলগাছিতে দরিদ্র পরিবারের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১০ ডিসেম্বর ॥ বদলগাছি উপজেলার তেঘড়িয়া গ্রামে মধ্যযুগীয় নারকীয় তা-ব চালিয়ে একটি দরিদ্র পরিবারের বাড়িঘর ভাংচুর, লুটপাট এবং নারীদের মারপিট চালিয়েছে সন্ত্রাসীরা। প্রকাশ্য দিবালোকে এমন তা-ব দেখে এলাকাবাসী হতবাক হলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ মুখ খুলছেন না। রবিবার সন্ধ্যায় এ বিষয়ে বদলগাছি থানায় একটি মামলা দায়ের হয়েছে। ফলে দরিদ্র ওই পরিবারটি এখন মানবেতর জীবন যাপন করছে। জানা গেছে, উপজেলার তেঘড়িয়া গ্রামের দরিদ্র এমদাদুল হক তার কলেজ পড়ুয়া মেয়ে ও স্ত্রী নিয়ে বসবাস করেন। এক ছেলে ঢাকায় থাকেন। জেলার সাপাহার উপজেলা সদরে সবজি ব্যবসা করে এমদাদুল হক কোন রকমে সংসার অতিবাহিত করেন। তিনি ব্যবসার কারণে সাপাহার বেশি সময় অতিবাহিত করেন। বাড়িতে স্ত্রী এবং মেয়ে এমিলি ইয়াসমিন বাড়িতে থাকেন। এমিলি ইয়াসমিন এম এ ক্লাশে পড়াশোনা করে। বাড়ির জমাজমি নিয়ে দীর্ঘদিন ধরে শরিকদের সঙ্গে শত্রুতা চলে আসছিল। শনিবার দুপুরে এমিলি রান্না করছিল। মা বাইরে কাজ করছিলেন। এমন সময় তার বড় আব্বা সিরাজুল ইসলামের ছেলে সুইট হোসেন, ভুট্টু মিয়া, ও মেহেদী হাসান, সুইটের স্ত্রী শাহনাজ বেগম এবং কন্যা ছনি আকতারসহ অনেকেই সংঘবদ্ধভাবে এমিলিদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর এবং এমিলিকে মারপিট করে। এ সময় তার মা বাইরে থেকে এসে প্রতিবাদ করায় তারা তাকেও মারপিট করে। তারা বড়ির মাটির প্রাচীর, শোকেসের গ্লাস, শয়নঘরের দরজা ভাংচুর করে। পরে তারা ঘরের চালের প্রায় ১০ ব্যান্ডিল ঢেউ টিন, খাট, আসবাবপত্র, লেপতোষক, শাড়ি কাপড়, মোবাইলফোন, ল্যাপটপ, ডিনারসেটসহ ক্রোকারিজ সামগ্রী, স্বর্ণালঙ্কার ইত্যাদি লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
×