ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে আওয়ামী লীগ বিএনপি সমর্থকদের সংঘর্ষ ॥ আহত ১৭

প্রকাশিত: ০৫:৫১, ১১ ডিসেম্বর ২০১৮

জামালপুরে আওয়ামী লীগ বিএনপি সমর্থকদের সংঘর্ষ ॥ আহত ১৭

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১০ ডিসেম্বর ॥ জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সোমবার দুপুরে এক সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত এবং বিএনপি সমর্থক পাঁচজনকে আটক করা হয়েছে। এ নিয়ে সেখানে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ আসনে বিএনপি দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীক বরাদ্দ পাওয়ার পর জামালপুর থেকে মোটরসাইকেলের বহরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের দুরমুঠ বাজারে হজরত শাহ কামালের (রহ) মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে তাদের বহরটি দুরমুঠ বাজারে ঢুকতেই এ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সমর্থক স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা নৌকা প্রতীকের স্লোগান ধরে মোটরসাইকেলের বহরে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হন। কুমিল্লায় আহত ৭ নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারের প্রথমদিনে পৃথক স্থানে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া, পাল্টাধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জাবেদ নামের একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছে। নগরীর মুরাদপুর ও থিরাপুকুরপাড় এলাকায় সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এছাড়া পৃথক ঘটনায় সায়মন সানি ও মোখলেছুর রহমান নামে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পৃথক ঘটনায় নগরীর কচুয়া চৌমুহনী এলাকার জয়নাল আবেদীনের ছেলে সায়মন সানি (১৬) নামের একজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর আহম্মদ নগরের রুহুল আমিনের ছেলে মোখলেছুর রহমানকে (৩৩) কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×