ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছুরিকাঘাতে তিন খুন

প্রকাশিত: ০৫:৫০, ১১ ডিসেম্বর ২০১৮

ছুরিকাঘাতে তিন খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ সোমবার ও রবিবার রাতে ছুরিকাঘাতে বগুড়ায় কলেজছাত্র, টঙ্গীতে তালাক দেয়া স্ত্রী ও সিলেটে চোরকে চিনে ফেলায় গৃহকর্তা খুন হয়েছেন। অপরদিকে মেহেরপুর পিরোজপুর সীতাকুণ্ড ও ভালুকায় লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- বগুড়া বগুড়ার শাজাহানপুর এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে ছুরিকাঘাতে রাকিবুল হোসেন হৃদয় (১৯) নামে এক কলেজছাত্র খুন হয়েছে। বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নতর চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রবিবার রাতে সে মারা যায়। এ ঘটনায় সোমবার থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তালহা নামে এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্র জানায়, নিহত রাকিবুল ইসলাম হৃদয় বগুড়া সরকারী শাহ্ সুলতান কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। রবিবার বেলা ১১টার দিকে সে কলেজের পরীক্ষা শেষে ক্যাম্পাসের বাইরে কয়েক বন্ধুর সঙ্গে কথা বলছিল। এ সময় কলেজের প্রধান ফটকের বিপরীতে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পাশে স্বেচ্ছাসেবকলীগ নেতা মারুফ মোরশেদ প্রলয় কয়েকজনকে নিয়ে বসেছিল। কলেজছাত্র হৃদয় তাদের সামনে দিয়ে যেতেই সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে বাক্য বিনিময় হয়। তবে অপর একটি সূত্র জানায়, হৃদয়কে সিগারেট আনার কথা বলা নিয়ে ঘটনার সূত্রপাত হয়। পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা মারুফ ক্ষুব্ধ এবং একপর্যায়ে হৃদয়ের ওপর ছুরি দিয়ে হামলা ও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতে গুরুতর আহত হৃদয়কে উদ্ধার করে প্রথমে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে রাতে সে মারা যায়। টঙ্গী তালাক দেয়া বউকে পুনরায় বিয়ে করে ফিরিয়ে নিতে এসে ব্যর্থ হয়ে সাবেক স্বামী ছুরিকাঘাতে হত্যা করেছে তার সাবেক স্ত্রীকে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে টঙ্গীর আরিচপুরের বউবাজার এলাকার হাফেজ সাহেবের বাড়িতে। নিহত স্ত্রীর নাম কুলছুম বেগম (২৭)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার আমির খাঁ গ্রামে। স্বামীর নাম হুমায়ুন কবির। টঙ্গী থানার ওসি কামাল হোসেন জানান, নিহত কুলছুম দম্পতির ১২ বছরের দাম্পত্য জীবনের শেষ দিকে এসে বনিবনায় সমস্যা দেখা দিলে তারা বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। গত তিন মাস আগে তাদের মধ্যে ছাড়াছাড়ির ঘটনা ঘটে। এরপর স্বামী-স্ত্রী আলাদাভাবে বসবাস করতে থাকে। বিবাহ-বিচ্ছেদের পর কুলছুম বেগম টঙ্গীর স্থানীয় একটি গার্মেন্টেসে চাকরি করা শুরু করে। বিবাহ-বিচ্ছেদের দু’মাস পর গত এক মাস ধরে তালাক দেয়া বউকে পুনরায় ফিরে পেতে নানা সময়ে নানাভাবে সাবেক স্ত্রীর কাছে আসতে থাকে সাবেক স্বামী হুমায়ুন কবির। স্ত্রী কুলছুম বেগম পুনরায় সাবেক স্বামীর সঙ্গে ঘর সংসার করতে অস্বীকৃতি জানাতে থাকে। একপর্যায়ে সোমবার সকালে কুলছুমের বাসায় হাজির হয় সাবেক স্বামী হুমায়ুন কবির। এতে দু’জনের মধ্যে তুমুল কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হুমায়ুন কবির তার সাবেক স্ত্রী কুলছুম বেগমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। সিলেট গোয়াইনঘাটে গরু চোরের হামলায় এক গৃহকর্তা নিহত হয়েছেন। সোমবার রাত ৩টার দিকে দিকে এ ঘটনা ঘটে। নিহত গিরেন্দ্র বিশ্বাস (৫৫) গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের দাড়িরপাড় গ্রামের মৃত নিদিয়া বিশ্বাসের ছেলে। নিহত গিরেন্দ্র বিশ্বাসের ছেলে বসন্ত নম জানান, রাত ৩টার দিকে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের জমসেদ আলীর ছেলে কয়েছ আহমদসহ ৬/৭ জন লোক আমাদের গরু চুরি করতে এলে, আমার বাবা তা দেখে ফেলেন। এসময় কয়েছ আহমদ টর্চলাইট দিয়ে গিরেন্দ্র বিশ্বাসের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ভালুকা ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রাম থেকে রবিবার রাতে সৌদি প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। জানা যায়, উপজেলার জামিরদিয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায় তোতা মিয়ার মেয়ে সাথী আক্তারের সঙ্গে ৫/৬ বছর পূর্বে বিয়ে হয় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সিমলাপাড়া গ্রামের সবুর মিয়ার ছেলে সৌদি প্রবাসী সোহেলের। তিনদিন আগে সাথী তার পিতার বাড়িতে বেড়াতে আসে। রবিবার সন্ধ্যায় বাড়ির বাথরুমে তার গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। সীতাকু- চট্টগ্রামের সীতাকু-ের পাহাড়ের গহীন অরণ্য থেকে ২ মাসের অধিক সময়ের ৩৫ বছরের এক অজ্ঞাতনামা পুরুষের কঙ্কাল উদ্ধার করেছে সীতাকু- মডেল থানার পুলিশ। সোমবার সকালে বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজী পাড়া এলাকায় পাহাড় থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয়। জানা যায়, সোমবার সকালে প্রতিদিনের ন্যায় এক কাঠুরিয়া পাহাড়ে কাঠ কাটতে গেলে পাহাড়ের গাছে ঝুলন্ত অবস্থায় এক কঙ্কাল দেখতে পায়। পরে তিনি উক্ত ঘটনাটি স্থানীয় প্রতিনিধিতে অবগত করেন। তিনি সীতাকু- থানাতে বিষয়টি জানান। সীতাকু- থানার এসআই এস.এম জুলফিকার হোসেন কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে। মেহেরপুর মেহেরপুরের গাংনীর ষোলটাকা গ্রামের মহেষপুর খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তাকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হতে পারে বলে ধারণা পুলিশের। পিরোজপুর পিরোজপুর শহরের চাঁদমারি এলাকায় (ফায়ারিং স্পট) একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস দেয়া এক ছাত্রের লাশ সোমবার সকালে উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে হাসপাতাল মর্গে পাঠিয়েছে সদর থানা পুলিশ। নিহত ছাব্বির হাওলাদার (২৩) এ বছর সোহরাওয়ার্দী কলেজের অনার্সের পরীক্ষার্থী ছিল এবং সে নাজিরপুর উপজেলা ভূমি অফিসের কর্মচারী ছিদ্দিক হাওলাদারের পুত্র।
×