ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয়িতা সম্মাননা পেলেন ৯ নারী

প্রকাশিত: ০৫:৪৯, ১১ ডিসেম্বর ২০১৮

জয়িতা সম্মাননা পেলেন ৯ নারী

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শিবগঞ্জ ও গাবতলি উপজেলায় এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নয় নারী জয়িতা সম্মাননা পদক পেয়েছেন। বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপজেলা প্রশাসনের মাধ্যমে জয়িতা সম্মাননা পদক প্রদান করে। গাবতলি উপজেলায় এ বছর জয়িতা সম্মাননা পদক পেয়েছেন শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য তাজমিলা বেগম, অর্থনৈতিকভাবে সাফল্যে স্বপ্না রানী রায়, সফল জননী সুফিয়া বেগম ও নির্যাতনে বিভীষিকা মুছে নতুন উদ্যমের জীবনে জাহানার আক্তার। শিবগঞ্জ উপজেলার জয়িতা সম্মাননা পদক প্রাপ্তরা হলেন, অর্থনৈতিক সাফল্যে মোরতেজা বেগম, সমাজ উন্নয়নে নুরুন্নাহার পপি, শিক্ষা ক্ষেত্রে তমা রায়, সফল জননী শারমিন আক্তার ও নির্যাতনে বিভীষিকা মুছে নতুন উদ্যামের জীবনে মেরিনা বেগম।
×