ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্যার এ এফ রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা

প্রকাশিত: ০৫:৪৪, ১১ ডিসেম্বর ২০১৮

স্যার এ এফ রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সমাজ ও ব্যক্তির মিথষ্ক্রিয়ার ফলে আমাদের সমাজে পরিবর্তন হয়ে থাকে। তবে এক্ষেত্রে ব্যক্তির ভূমিকা হওয়া উচিত একজন দিক নির্দেশক হিসেবে। কোন ব্যক্তির অন্ধ মূল্যায়ন ও অন্ধ স্তুতি দুই-ই সমাজের জন্য ক্ষতিকর। তাই জ্ঞানীদের ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালী উপাচার্য স্যার এ এফ রহমানের ৮৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও স্মারক রচনা প্রতিযোগিতায় বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন এসব কথা বলেন। সোমবার বিকেলে হল অডিটরিয়ামে স্যার এ এফ রহমান হল সাহিত্য সংসদ কর্তৃপক্ষ এই স্মরণসভার আয়োজন করে। এ সময় স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কে এম সাইফুল ইসলাম খান, সাংবাদিক ও লেখক আবদুল্লাহ আল ইমরান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ অনেকে উপস্থিত ছিলেন। অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, স্যার এ এফ রহমান হলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ইতিহাসে এক প্রবাদপুরুষ।
×