ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দৃষ্টি প্রতিবন্ধী নারীর সাফল্য

প্রকাশিত: ০৫:৪৩, ১১ ডিসেম্বর ২০১৮

দৃষ্টি প্রতিবন্ধী নারীর সাফল্য

খন তার বয়স মাত্র ১৪ বছর তখন সুইমিং পুলে এক দুর্ঘটনার পর থেকে চোখে দেখতে পান না জাপানের চিয়েকো আসাকাওয়া। এই কষ্টের অভিজ্ঞতা তার শেখার আগ্রহ আরও বাড়িয়ে দেয় এবং তিনি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত কম্পিউটার বিজ্ঞান বিষয়ক একটি কোর্সে অংশ নেন। তারপর আইবিএম-এ একটি চাকরিও পেয়ে যান। কাজের সঙ্গে সঙ্গে সে সময় ডক্টরেট করার জন্য একই সঙ্গে তার লড়াই চলতে থাকে। দশক ধরে তিনি কাজ করে যাচ্ছেন প্রযুক্তি উদ্ভাবনে। বর্তমানে তার মনোযোগ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত উদ্ভাবনে, উদ্দেশ্য দৃষ্টি-শক্তিহীন মানুষের জীবনের রূপান্তর ঘটানো। প্রাথমিক ডিজিটাল ব্রেইল উদ্ভাবনের পেছনে ডক্টর আসাকাওয়ার অবদান রয়েছে। তিনি বিশ্বের প্রথম ব্যবহারিক ওয়েব টু স্পিচ ব্রাউজার তৈরি করেন। এখন তা অহরহ দেখা গেলেও ২০ বছর আগে জাপানের দৃষ্টি প্রতিবন্ধীদের ইন্টারনেটে আরও তথ্যের সুযোগ করে দেন যা তাদের আগে ছিল না। -বিবিসি
×