ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের তরুণীদের চীনে পাচার করা হচ্ছে

প্রকাশিত: ০৫:৪২, ১১ ডিসেম্বর ২০১৮

মিয়ানমারের তরুণীদের চীনে পাচার করা হচ্ছে

রোহিঙ্গা ইস্যুতে গত কয়েক বছর সারা বিশ্বে মিয়ানমারের নাম আলোচনায় রয়েছে। দেশটির যুদ্ধবিধ্বস্ত ও দারিদ্র্যপীড়িত দুটি এলাকা থেকে কয়েক হাজার নারীকে চীনে পাচার করা হয়েছে। চীনে নিয়ে তাদের চড়া দামে বিক্রি করা হচ্ছে। সেখানেই শেষ নয়, এরপর জোর কারে তাদের বিয়ে দেয়া হচ্ছে, বিয়ে করে সন্তান জন্ম দিতেও বাধ্য করা হচ্ছে। জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের এক গবেষণায় বেরিয়ে এসেছে এসব তথ্য। চীনে অবস্থানরত এবং চীন থেকে মিয়ানমারে ফেরা নারীদের সাক্ষাতকার নিয়ে গবেষণাটি করা হয়েছে। খবর ডয়েচে ভেল ও এএফপির। গবেষণাপত্রে বলা হয়েছে, গত কয়েক বছরে মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন ও শান থেকে অন্তত সাড়ে সাত হাজার নারী চীনে পাচার হয়েছে। পাচারের সঙ্গে স্থানীয় কোন প্রভাবশালী ব্যক্তি, এমনকি নারীদের পরিবারের কোন সদস্যও জড়িত থাকেন। অনেক ক্ষেত্রে নারীরা ইচ্ছার বিরুদ্ধেই দেশত্যাগে বাধ্য হন। তবে অনেক ক্ষেত্রে যে দারিদ্র্যও তাদের বাধ্য করে সে বিষয়টিও উঠে এসেছে গবেষণায়। জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের গবেষণার অন্যতম গবেষক ডব্লিউ কোর্টল্যান্ড রবিনসন এএফপিকে জানান, এশিয়ার কয়েকটি দেশ থেকে দরিদ্র পরিবারের নারীদের কিনে নিয়ে বিয়ে করা এবং সন্তানের জনক হওয়ার প্রবণতা মূলত চীনের গ্রামাঞ্চলের পুরুষদের মধ্যেই বেশি। পশ্চিম তীরে গুলিতে ৬ ইসরাইলী আহত ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে একটি ইহুদি বসতির কাছে বাসস্টপে দাঁড়িয়ে থাকা একদল ইসরাইলির দিকে ছোড়া গুলিতে ছয়জন আহত হয়েছে। রবিবার চলন্ত গাড়ি থেকে এক ফিলিস্তিনী গুলি ছুড়েছে বলে দাবি করেছেন ইসরাইলী কর্মকর্তারা। আহতদের মধ্যে এক নারীর অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসা কর্মকর্তারা। ইসরাইলী সেনাবাহিনী বলেছে, ‘চলন্ত একটি ফিলিস্তিনী গাড়ি থেকে বাস স্টেশনে দাঁড়িয়ে থাকা ইসরাইলী বেসামরিক নাগরিকদের দিকে গুলি ছোড়া হয়। আশপাশে অবস্থানরত সেনারা সন্দেহভাজন গাড়িটির দিকে পাল্টা গুলি ছুড়লেও সেটি পালিয়ে যায়।’ ইসরাইলী বাহিনী হামলাকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে তারা। -ইয়াহু নিউজ
×