ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওপেকের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য পরাজয় ॥ রুহানি

প্রকাশিত: ০৫:৪১, ১১ ডিসেম্বর ২০১৮

ওপেকের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য পরাজয় ॥ রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক তেল উৎপাদন কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি পরাজয় বয়ে এনেছে। তিনি রবিবার সন্ধ্যায় মন্ত্রিসভার এক বৈঠকে এ মন্তব্য করেন। ইয়াহু নিউজ। ওপেকের তেলমন্ত্রীদের সম্মেলন থেকে দেশে ফিরে ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে প্রেসিডেন্টের কাছে একটি প্রতিবেদন জমা দেন। মন্ত্রিসভার বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনার পর প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, যুক্তরাষ্ট্র তেলের উৎপাদন বাড়িয়ে দেয়ার ব্যাপক চেষ্টা করলেও ওপেকভুক্ত দেশগুলোর প্রতিরোধ ও ইরানের কঠোর প্রচেষ্টার ফলে মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয় যা ছিল ওয়াশিংটনের জন্য বড় ধরনের পরাজয়। গত শুক্রবার ভিয়েনায় ওপেকের সদর দফতরে তেল উত্তোলনকারী দেশগুলোর মন্ত্রীদের সম্মেলনে ওপেকভুক্ত ও ওপেক বহির্ভূত দেশগুলো দৈনিক গড়ে ১২ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়। তবে ইরান, লিবিয়া ও ভেনিজুয়েলাকে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত থেকে বাইরে রাখা হয়। ওপেকের বৈঠক শুরুর আগে মার্কিন সরকার সৌদি আরবসহ নিজের মিত্র দেশগুলোর প্রতি তেল উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছিল। ওয়াশিংটন দাবি করেছিল, নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে ইরান ও ভেনিজুয়েলার তেল সরবরাহ কমে যাওয়ার ফলে যাতে তেলের দাম বেড়ে না যায় সেজন্য তেল উৎপাদন বাড়ানো দরকার।
×