ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউস চীফ অব স্টাফ কেলি দায়িত্ব ছাড়ছেন

প্রকাশিত: ০৫:৪০, ১১ ডিসেম্বর ২০১৮

হোয়াইট হাউস চীফ অব স্টাফ কেলি দায়িত্ব ছাড়ছেন

চলতি বছরের শেষে হোয়াইট হাউসের চীফ অব স্টাফ জন কেলি চাকরি ছাড়বেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউস থেকে ফিলাডেলফিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ কথা জানান। খবর ওয়েবসাইট। হোয়াইট হাউসের পরবর্তী চীফ অব স্টাফের নাম দু-একদিনের মধ্যেই জানাবেন এবং তাকে অস্থায়ীভিত্তিতে নিয়োগ দেয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্পের চীফ অব স্টাফ হওয়ার আগে কেলি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন। তার প্রশংসা করে ট্রাম্প বলেছেন, ‘তিনি একজন মহান মানুষ। আমি তার কাজের তারিফ করি।’ হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের শীর্ষ সহযোগী নিক আয়ার্সকে তার চীফ অব স্টাফ করার জন্য কয়েক মাস ধরেই তার সঙ্গে কথা বলছেন ট্রাম্প। প্রেসিডেন্ট চান আয়ার্স দুই বছরের জন্য তার চীফ অব স্টাফ হিসেবে কাজ করেন, কিন্তু ‘ছোট দুটি বাচ্চা থাকায় পরিবারের কথা বিবেচনা করে’ আয়ার্স চূড়ান্ত কোন কথা না দিয়ে আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত দায়িত্ব পালনে রাজি হয়েছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। আয়ার্স চলতি মাসেই পেন্সের দফতর ও হোয়াইট হাউস ছেড়ে জর্জিয়ায় ফিরে যেতে চেয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি। গতবছর হোয়াইট হাউসের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অবসরপ্রাপ্ত মেরিন কোরের জেনারেল কেলিকে চীফ অব স্টাফ করে নিয়ে এসেছিলেন ট্রাম্প, কিন্তু তিনি সাম্প্রতিক মাসগুলোতে কেলির সঙ্গে প্রায়ই বিবাদে জড়িয়ে পড়ছিলেন বলে রয়টার্সকে জানিয়েছেন পরিস্থিতি সম্পর্কে সরাসরি জানে এমন একটি সূত্র।
×