ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যানসিটির প্রথম হার

প্রকাশিত: ০৬:৫৬, ১০ ডিসেম্বর ২০১৮

 ম্যানসিটির প্রথম হার

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। গত মৌসুমে একের পর এক রেকর্ড গড়ে সিটিজেনদের লীগ শিরোপা উপহার দেন পেপ গার্ডিওলা। অবিশ্বাস্য সেই অর্জনের পথে ছিল প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট লাভ, সর্বোচ্চ ১০৬ গোল এবং ৩২ ম্যাচে জয়ের রেকর্ডও। শিরোপা ধরে রাখার পথে ২০১৮-১৯ মৌসুমেও ম্যানচেস্টার সিটির ছুটে চলার পথে ছিল দুর্দান্ত গতি। নতুন মৌসুমের প্রথম ১৫ ম্যাচে কোন হার দেখেনি ম্যানচেস্টারের ক্লাবটি। কিন্তু শনিবার সেই ভুলে যাওয়া হারের স্বাদটাও পেয়ে গেল ম্যানসিটি। নিজেদের মাঠে চেলসি এদিন ২-০ গোলে পরাজয়ের স্বাদ উপহার দেয় প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নকে। ম্যানসিটি হেরে গেলেও জয় পেয়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল, বার্নলি, কার্ডিফ সিটি, ওয়েস্টহ্যাম এবং টটেনহ্যাম হটস্পার। তবে সবার নজর কেড়েছে বর্তমান চ্যাম্পিয়নদের হার। এর ফলে সবমিলিয়ে লীগে ২২ ম্যাচের মধ্যে এটাই তাদের প্রথম পরাজয়। এর আগে গত এপ্রিলে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-২ ব্যবধানে হেরেছিল ম্যানচেস্টার সিটি। শুধু তাই নয়, গত মৌসুমের সেই ম্যানচেস্টার ডার্বির পর শনিবারই প্রথম লীগে এক গোলের বেশি হজম করেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। স্ট্যামফোর্ডব্রিজে এদিন চেলসির হয়ে গোল দুটি করেন এনগোলো কান্তে এবং ডেভিড লুইজ। প্রথমার্ধের ৪৫ মিনিটে কান্তে প্রথম এগিয়ে দেন ব্লুজদের। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে ডেভিড লুইজের গোল নিশ্চিত করে চেলসির জয়। পেপ গার্ডিওলার বিপক্ষে চেলসির কোচ মাউরিজিও সারির এটাই প্রথম জয়। সবধরনের প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে হারের পর চতুর্থ ম্যাচে এসে জয় দেখলেন সারি। অন্যদিকে চেলসির বিপক্ষে লীগে এটা গার্র্ডিওলার তৃতীয় পরাজয়। যা কোচ হিসেবে অন্য যে কোন দলের চেয়ে বেশি ম্যাচে হারলেন এই স্প্যানিয়ার্ড। চেলসির কাছে এই পরাজয়ের মাশুল দিতে হয়েছে লীগ টেবিলেও। শীর্ষ স্থান হারিয়ে ফেলেছে ম্যানচেস্টার সিটি। তাদের সংগ্রহ এখন ১৬ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট। তাদের হারের সুযোগ নিয়ে শীর্ষে ওঠে গেছে লিভারপুল। সমান সংখ্যক ম্যাচ থেকে অলরেডদের সংগ্রহ ৪২ পয়েন্ট। ইংলিশ প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে নতুন মৌসুমে কোন হার দেখেনি লিভারপুল। শনিবার ম্যানসিটির প্রথম হারের দিনে লিভারপুল ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বোর্নমাউথকে। এই ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক পূর্ণ করেছেন মোহাম্মদ সালাহ। গত মৌসুমে লিভারপুলের জার্সিতে দুর্দান্ত খেলেছেন এই মিসরীয় ফরোয়ার্ড। এবারও ছন্দে থাকলেও আগের মৌসুমের মতো নয়। কিন্তু শনিবার জ্বলে উঠলেন তিনি। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের ২৫ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন সালাহ। ফিরমিনোর শট বোর্নমাউথ গোলরক্ষক ঠেকালে ফিরতি বলে নেয়া শটে লিভারপুলকে এগিয়ে দেন তিনি। ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহই। ৬৮ মিনিটে স্টিভ কুকের আত্মঘাতী গোলে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বোর্নমাউথ। এরপর ৭৭ মিনিটে হ্যাটট্রিক তুলে নেন সালাহ। লিভারপুলের জার্সিতে এটি সালাহর দ্বিতীয় হ্যাটট্রিক। আর ২০১৪ সালে লুই সুয়ারেজের পর ক্লাবটির প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিপক্ষের মাঠে হ্যাটট্রিক করলেন তিনি। স্বাভাবিকভাবেই ম্যাচসেরাও হয়েছেন সালাহ। কিন্তু ম্যাচসেরার পুরস্কারটি গ্রহণ করেননি সালাহ। দেখিয়েছেন সতীর্থ জেমস মিলনারের প্রতি সম্মান। হ্যাঁ, বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লীগে ৫০০তম ম্যাচ খেলার মাইলফলক ছুঁলেন মিলনার। এর মধ্যে ২০১৫ সাল থেকে লিভারপুলের জার্সিতে খেলেছেন ১১১টি ম্যাচ। গোল করেছেন ১৫টি। পুরস্কার মঞ্চে পাশে দাঁড়িয়ে থাকা মিলনারকে উদ্দেশে করে সালাহ বলেন, ‘আশাকরি ভবিষ্যতে এমন পারফর্ম আরও করতে পারব। তাকে (মিলনার) অভিনন্দন জানাই। দারুণ এক ক্যারিয়ার তার। আশাকরি আমরা একসঙ্গে কিছু একটা জিততে যাচ্ছি। কিন্তু এটা (ম্যাচসেরার পুরস্কার) আমি নিতে পারব না। আজ এটার উপযুক্ত সে।’
×