ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জমজমাট শেষদিনের অপেক্ষায় এ্যাডিলেড টেস্ট

ভারতের দরকার ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ২১৯ রান

প্রকাশিত: ০৬:৫৪, ১০ ডিসেম্বর ২০১৮

 ভারতের দরকার ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ২১৯ রান

শাকিল আহমেদ মিরাজ ॥ দারুণভাবে জমে উঠেছে এ্যাডিলেড টেস্ট। ঐতিহাসিক জয়ের জন্য সফরকারী ভারতের আজ শেষদিনে চাই প্রতিপক্ষের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ২১৯ রান। প্রথম ইনিংসে অসিদের ২৩৫ রানের জবাবে ভারত করেছিল ২৫০ রান। আর দ্বিতীয় ইনিংসে ৩০৭ রানে অলআউট হয় বিরাট কোহলির দল। জয়ের জন্য ৩২৩ রানের প্রায় অসম্ভব লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থদিন শেষে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১০৪ রান। শন মার্শ ৩১ ও ট্রেভিস হেড ১১ রান নিয়ে ক্রিজে আছেন। ড্রেসিং রুমে অপেক্ষায় অধিনায়ক টিম পেইন। ইতিহাস কিন্তু স্বাগতিকদের বিপক্ষে। গত ১০০ বছরে এ্যাডিলেডে চতুর্থ ইনিংসে ২০০’র বেশি রান তাড়া করে কখনই জেতেনি অস্ট্রেলিয়া। সুতরাং বৃষ্টি বা ব্যতিক্রম কিছু না ঘটলে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ‘নাম্বার ওয়ান’ ভারতকে জয়বঞ্চিত করা পেইনদের জন্য সত্যি কঠিন। আগের ইনিংসেই অস্বস্তিকর এক রেকর্ড ছুঁয়েছিলেন শন মার্শ। ১৩০ বছরের মধ্যে প্রথম অস্ট্রেলিয়ান টপঅর্ডার ব্যাটসম্যান হিসেবে টেস্টে টানা ৬ ইনিংসে দশ রানের কম করে আউট হয়েছেন তিনি। সেই অস্বস্তি ঢাকতেই হয়তো দ্বিতীয় ইনিংসে বেশ রয়ে সয়ে খেলছেন মার্শ। চতুর্থ ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ শামিদের বিপক্ষে প্রতিরোধ গড়ে অপরাজিত আছেন ৩১* রানে। অপরপ্রান্তে হেড অপরাজিত ১১* রান নিয়ে। এদিন ভারতের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৮ রানে ওপেনার এ্যারন ফিঞ্চকে হারায় স্বাগতিক অসিরা। অশ্বিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেয়ার আগে ফিঞ্চ করেন ১১ রান। ফিঞ্চের বিদায়ের পর খুব বেশিক্ষণ টিকে থাকতে পারেননি অন্য ওপেনার মার্কাস হ্যারিসও। তিনিও উইকেটকিপারের গ্লাভসে বল জমা দিয়ে মাঠ ছাড়েন। শামির বলে আউট হওয়ার আগে তিনি করেছেন ২৬ রান। প্রথম ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়া উসমান খাজা এই ইনিংসে ৮ রানের বেশি করতে পারেননি। অশ্বিনের বলে রোহিত শর্মার তালুবন্দী হয়ে মাঠ ছাড়েন তিনি। আর ৫ নম্বরে নামা পিটার হ্যান্ডসকমকে (১৪) ফেরান মোহাম্মদ শামি। এর আগে ৩ উইকেটে ১৫১ রান নিয়ে রবিবার চতুর্থদিন শুরু করা ভারত চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানের ব্যাটে ভর দিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করে অলআউট হয়। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান পুজারা ৭১ ও রাহানে ৭০ রান করেছেন। এছাড়া লোকেশ রাহুল ৪৪, বিরাট কোহলি ৩৮ ও ঋশভ পন্থ ২৮ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে ১২২ রানে ৬ উইকেট নিয়েছেন স্পিনার নাথান লেয়ন। পেসার মিচেল স্টার্কের শিকার ৩ উইকেট। অস্ট্রেলিয়া গত ১০০ বছরের মধ্যে এ্যাডিলেডে চতুর্থ ইনিংসে দুই শ’র বেশি রান তাড়া করে জিততে পারেনি। এখানে একবারই ৩১৫ রান তাড়া করে জিতেছিল ১৯০২ সালে। সর্বোপরি টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩৬৯ রান তাড়া করে জয়ের নজির আছে অস্ট্রেলিয়ার। সেটি ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে হোবার্টে। নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে এই টেস্টের লাগাম এখন পুরোপুরি ভারতের হাতে। জয়ের স্বপ্ন তারা দেখতেই পারে। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ॥ ২৫০/১০ (৮৮ ওভার; রাহুল ২, বিজয় ১১, পুজারা ১২৩, কোহলি ৩, রাহানে ১৩, রোহিত ৩৭, পন্থ ২৫, অশ্বিন ২৫, ইশান্ত ৪, শামি ৬*; স্টার্ক ২/৬৩, হ্যাজলউড ২/৫২, কামিন্স ২/৪৯, লেয়ন ২/৮৩, হেড ০/২) ও দ্বিতীয় ইনিংস ॥ ৩০৭/১০ (১০৬.৫ ওভার; রাহুল ৪৪, বিজয় ১৮, পুজারা ৭১, কোহলি ৩৪, রাহানে ৭০, রোহিত ১, পন্থ ২৮, অশ্বিন ৫, ইশান্ত ০, শামি ০, বুমরাহ ০*; স্টার্ক ৩/৪০, হ্যাজলউড ১/৪৩, লেয়ন ৬/১২২)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ॥ ২৩৫/১০ (৯৮.৪ ওভার; ফিঞ্চ ০, হ্যারিস ২৬, খাজা ২৮, মার্শ ২, হ্যান্ডসকম ৩৪, হেড ৭২, পেইন ৫, কামিন্স ১০, স্টার্ক ১৫, লেয়ন ২৪*, হ্যাজলউড ০; ইশান্ত ২/৪৭, বুমরাহ ৩/৮৭, শামি ২/৫৮, অশ্বিন ৩/৫৭) ও দ্বিতীয় ইনিংস ॥ ১০৪/৪ (৪৯ ওভার; ফিঞ্চ ১১, হ্যারিস ২৬, খাজা ৮, শন মার্শ ৩১*, হ্যান্ডসকম ১৪, হেড ১১*,অশ্বিন ২/৪৪, শামি ২/১৫)। ** চতুর্থদিন শেষে
×