ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে প্রার্থী পরিবর্তনের দাবিতে একাট্টা বিএনপি

প্রকাশিত: ০৫:৪৪, ১০ ডিসেম্বর ২০১৮

 বরিশালে প্রার্থী পরিবর্তনের দাবিতে একাট্টা বিএনপি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দীর্ঘ একযুগেরও অধিক সময় ধরে তৃণমূল পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতিরোধের মুখে জনবিচ্ছিন্ন হয়ে নিজ এলাকায় ঢুকতে না পারা সংস্কারপন্থী নেতাকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন দেয়া হয়েছে। তার পরেও বিএনপির মনোনয়ন পেয়ে অদ্যাবধি ওয়ান ইলেভেনের প্রভাবশালী সংস্কারপন্থী নেতা সাবেক এমপি জহির উদ্দিন স্বপন নিজ এলাকায় ঢুকতে না পারায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। তাই অনতিবিলম্বে জনবিচ্ছিন্ন প্রার্থী জহির উদ্দিন স্বপনকে পরিবর্তন করে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে মনোনয়ন দেয়ার দাবি করা হয়েছে। আগৈলঝাড়া উপজেলা বিএনপির সভাপতি আবদুল লতিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মনজুর হোসেন মিলন, আনোয়ার সাদাত তোতা, উপজেলা যুবদলের সভাপতি সফিকুর রহমান শরীফ স্বপন, সাধারণ সম্পাদক রফিক চোকদার, আগৈলঝাড়া উপজেলা যুবদল সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম টিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ শিপন হাওলাদারসহ গৌরনদী ও আগৈলঝাড়া নির্বাচনী এলাকার বিএনপির তৃণমূল পর্যায়ের অসংখ্য নেতা বলেন, জনবিচ্ছিন্ন প্রার্থী জহির উদ্দিন স্বপনকে পরিবর্তন করে অনতিবিলম্বে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে দলের মনোনয়ন দেয়ার জন্য দলের মহাসচিব বরাবরে রবিবার লিখিতভাবে আবেদন পাঠানো হয়েছে।
×