ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে খালেদাসহ ১৪ জনের হাইকোর্টে রিট

প্রকাশিত: ০৫:১৪, ১০ ডিসেম্বর ২০১৮

 ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে খালেদাসহ ১৪ জনের হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে (ইসি) প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ১৪ জন প্রার্থী। খালেদা জিয়ার তিনটি আসনে প্রার্থিতা বাতিলের ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে রবিবার সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয়েছে। এদিকে নির্বাচনে অংশ নিতে ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটের ওপর আজ সোমবার শুনানির দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার রিট আবেদনের বিষয়টি আদালতকে অবহিত করেন তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী। পরে আদালত রিট আবেদনের শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করেন। অন্যদিকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে (ইসি) প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন পটুয়াখালী-১ আসনের জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ সহকারী রুহুল আমীন হাওলাদার, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে গণফোরাম প্রার্থী খন্দকার ইকবাল আহমেদ, টাঙ্গাইল-৮ আসনে জাতীয় পার্টির প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী, নওগাঁ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন, নীলফামারী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী রশিদুল ইসলাম, নীলফামারী-৩ আসনের বিএনপি প্রার্থী ফাহমিদ ফয়সাল চৌধুরী, পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থী তৌহিদুল ইসলাম, বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী সরকার বাদল, নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ময়মনসিংহ-৪ আসনে বিএনপির প্রার্থী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, খাগড়াছড়ি-২ আসনের বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া এবং বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমও প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় রিট করেছেন।
×