ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতিবিরোধী আলোকচিত্র ও কার্টুন প্রদর্শনী

প্রকাশিত: ০৪:৫১, ১০ ডিসেম্বর ২০১৮

 দুর্নীতিবিরোধী  আলোকচিত্র ও  কার্টুন প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ আলোকচিত্রের আশ্রয়ে কিংবা বিদ্রুপাত্মক কার্টুনের মাধ্যমে দুর্নীতির চিত্র তুলে ধরেছেন শিল্পীরা। সেসব কার্টুন ও আলোকচিত্র এখন শোভা পাচ্ছে ধানমন্ডির দৃক গ্যালারিতে। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতিবিরোধী কার্টুন ও আলোকচিত্র প্রতিযোগিতার এ আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিযোজিত নির্বাচিত কার্টুন ও আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। রবিবার বিকেলে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদানের পাশাপাশি প্রদর্শনীর উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনিস রাষ্ট্রদূত উইনি আস্ট্রাপ পিটারসেন। আরও উপস্থিত ছিলেন সুইডিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আন্ড্রেস ওরস্ট্রম ও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) গবর্ন্যান্স এ্যান্ড ইনস্টিটিউশনাল এ্যাডভাইজার লুক মুকুভো। টিআইবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন এ্যাডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। উইনি আস্ট্রাপ পিটারসেন বলেন, তরুণদের সম্পৃক্ত করে আলোকচিত্র ও কার্টুন নিয়ে এ ধরনের আয়োজন দুর্নীতিবিরোধী আন্দোলনে একটি কার্যকর মাধ্যম। সুলতানা কামাল বলেন, একটি ছবির মধ্য দিয়ে হাজার কথা বলা যায়। এ আয়োজনের শিল্পীরাও তেমনি তাদের ছবি ও কার্টুনের মধ্য দিয়ে এমন সব বিষয় তুলে এনেছেন, যেগুলো সত্যিই হাজার কথা দিয়েও বোঝানো যায় না। ছবি সরাসরি কথা বলে না, তবে সাধারণ মানুষকে জানিয়ে দেয় সমাজ কি অবস্থানে আছে এবং তাদের কি করা উচিত। ইফতেখারুজ্জামান বলেন, প্রদর্শনীর এসব চিত্রের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন অসঙ্গতি উঠে এসেছে। বাংলাদেশে দুর্নীতিবিরোধী আইনী ও নীতি কাঠামোতে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সেই আইন চর্চা ও প্রয়োগে এখনও ব্যাপক ঘাটতি রয়েছে। শুধু মুখে দুর্নীতি প্রতিরোধের কথা বলে দুর্নীতি হ্রাস করা সম্ভব হবে না। প্রদর্শনীতে ট্রাফিক, প্রশাসন, পাহাড় কাটা, বন্যপ্রাণী শিকার, ভোট কেন্দ্রে জাল ভোট প্রদান, নদী দখল, উল্টা পথে গাড়ি চালানো, ঘুষ বাণিজ্য, বিমান বন্দরে স্বর্ণ দুর্নীতি, বিভিন্ন দফতরে ফাইল বাণিজ্য, কর ফাঁকি, কৃষিক্ষেত্র দুর্নীতি, কালো টাকা ও প্রশ্নপত্র ফাঁসসহ সমাজের বিভিন্ন দুর্নীতি চিত্র নিয়ে ৬১টি কার্টুন ও ২৩টি আলোকচিত্র স্থান পেয়েছে। চতুর্থ ‘দুর্নীতিবিরোধী আলোকচিত্র প্রতিযোগিতা ২০১৮’-এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে কালের কণ্ঠের আলোকচিত্র সাংবাদিক মোহাম্মদ আসাদ, ফ্রিল্যান্স আলোকচিত্রী নজরুল ইসলাম এবং ফেয়ার নিউজ সার্ভিসের স্টাফ আলোকচিত্রী রেহমান আসাদ। বিজয়ী তিনজনকে যথাক্রমে ১ লাখ, ৬০ হাজার ও ৪০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়াও সমকালের আলোকচিত্র সাংবাদিক কাজল হাজরাসহ ১৬ জন আলোকচিত্রীকে বিশেষ সনদপত্র প্রদান করা হয়। ১৩তম ‘দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ‘ক’ বিভাগে (১৩-১৮ বছর) ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে পাবনা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী আইজায়া ট্রিপ্লেন্ড হেভেন, রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী মোঃ তৌহিদুল হাসান ও ঢাকার সোলমাইদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার। ‘খ’ বিভাগে (১৯-২৫ বছর) ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের শিক্ষার্থী মোঃ মাসুদ আল মামুন, আশরাফুল ইসলাম ও প্রসূন হালদার। উভয় বিভাগের বিজয়ী তিনজনকে যথাক্রমে ৭৫ হাজার, ৫০ হাজার ও ৪০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া দুটি বিভাগ থেকে মোট ৩৫ জন কার্টুনিস্টকে বিশেষ সনদপত্র দেয়া হয়। কার্টুন এবং আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ী ও বিশেষ সম্মাননা প্রাপ্ত মোট ৮৪টি আলোকচিত্র নিয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
×