ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দৈনিক ৭১ ডট কমের ভারপ্রাপ্ত সম্পাদক আটক

প্রকাশিত: ০৪:৪৯, ১০ ডিসেম্বর ২০১৮

 দৈনিক ৭১ ডট কমের ভারপ্রাপ্ত সম্পাদক আটক

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে ‘দৈনিক ৭১ ডটকম’ নামের একটি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সম্পাদক শেখ রিয়াত মুহাম্মদ নুরকে (৩৯) আটক করেছে র‌্যাব। শনিবার রাত দেড়টার দিকে র‌্যাব-৩ এর একটি দল রাজধানীর সেগুনবাগিচার ৭২ নম্বর নাভানা রাদিয়া ডলদেসিয়ার ৭তম তলার ৬/এ ফ্ল্যাট থেকে তাকে আটক করে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারের দায়ে তাকে আটক করা হয়। এছাড়া আটককৃত রিয়াদ এই অনলাইন পোর্টাল ছাড়াও নিজের ফেসবুক আইডি, একাত্তরের শহীদ ও যুদ্ধাহত মুক্তিযাদ্ধা পরিবার, দৈনিক একাত্তর নাগরিক বাতায়ন এবং একাত্তরের শহীদ- যুদ্ধাহত মুক্তিযাদ্ধা পরিবার নামের ফেসবুক পেইজ খুলে প্রতারণা করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রিয়াদ জানায়, বাংলাদেশের ইতিহাস এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়ক গবেষক হিসেবে নিজের পরিচয় প্রদান করে। সাংবাদিক হিসেবে তার কোন রেজিস্ট্রেশন নেই। সে শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে অনলাইন নিউজ পোর্টালটি পরিচালনা করে আসছে। জিজ্ঞাসাবাদে রিয়াজ আরও জানায়, দীর্ঘদিন ধরে এসব মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে জাতির জনকের বিরুদ্ধে কুরুচীপূর্ণ ও ব্যঙ্গাত্মক প্রচার চালিয়ে আসছিলেন। তাছাড়া মিথ্যা তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছিলেন।
×