ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি পেল ২ লাখ ৭৯ হাজার শিক্ষার্থী

প্রকাশিত: ০৪:৪৭, ১০ ডিসেম্বর ২০১৮

 প্রধানমন্ত্রীর শিক্ষা  সহায়তা  ট্রাস্টের উপবৃত্তি  পেল ২ লাখ  ৭৯ হাজার শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার ॥ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি পেলেন স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের দু’লাখ ৭৯ হাজার ২৭২ শিক্ষার্থী। উপবৃত্তি হিসেবে বিতরণ করা হয়েছে ১৫১ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৪০০ টাকা। ট্রাস্টের আওতায় প্রত্যেক শিক্ষার্থী পেয়েছেন ৪ হাজার ৯০০ টাকা করে। ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে সব শিক্ষার্থীর কাছে ইতোমধ্যেই টাকা পৌঁছে গেছে। রবিবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে ১২ শিক্ষার্থীর হাতে উপবৃত্তি বিতরণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আলমগীর শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম জাকির হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুক এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ এ সময় উপস্থিত ছিলেন। এবার উপবৃত্তি পাওয়া ২ লাখ ৭৯ হাজার ২৭২ শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ২ লাখ ৫ হাজার ২৯০ ও ছাত্র ৭৩ হাজার ৯৮২।
×