ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাইকোর ঘুষ

কানাডীয় পুলিশ ও এফবিআইয়ের তদন্ত প্রতিবেদন গ্রহণের শুনানি ৩ জানুয়ারি

প্রকাশিত: ০৪:৪৩, ১০ ডিসেম্বর ২০১৮

 কানাডীয় পুলিশ ও এফবিআইয়ের  তদন্ত প্রতিবেদন গ্রহণের শুনানি  ৩ জানুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে করা মামলায় কানাডীয় পুলিশ ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তদন্ত প্রতিবেদনটি গ্রহণের বিষয়ে শুনানির জন্য ৩ জানুয়ারি দিন নির্ধারণ করেছে আদালত। একইসঙ্গে ওই আবেদনের বিষয়ে আসামিদের উপস্থিতিতে আপত্তির বিষয়ে যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। রবিবার পুরাতন কারাগারে স্থাপতি অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ জজ-৯’র বিচারক শেখ হাফিজুর রহমান এই তারিখ নির্ধারণ করে আদেশ প্রদান করেন। এ বিষয়ে শুনানির জন্য রবিবার দিন ধার্য ছিল। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল শুনানিতে আদালতকে বলেন, এ মামলাটির বিচার দেশে এবং বিদেশে হচ্ছে। বিদেশীরা যে তদন্ত করেছেন সে বিষয়ে সাক্ষ্য দেয়ার জন্য আবেদন করা হয়েছে।
×