ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত মহাসাগরে নৌমহড়া চালাবে ইরান

প্রকাশিত: ০৪:৩৫, ১০ ডিসেম্বর ২০১৮

 ভারত মহাসাগরে নৌমহড়া চালাবে ইরান

ইরানের নৌবাহিনীর উপ প্রধান রিয়ার এ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানি বলেছেন, চলতি বছরের শীতকালে তার বাহিনী ভারত মহাসাগরে নৌমহড়া চালাবে। ইরানের নৌবাহিনীর শক্তিমত্তা প্রদর্শন এবং সক্ষমতা ও দক্ষতা শক্তিশালী করার লক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে তিনি জানান। খবর ওয়েবসাইট। এ্যাডমিরাল কাভিয়ানি বলেন, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মাকরান উপকূল থেকে গভীর সমুদ্র পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হবে। তিনি শনিবার রাতে বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাতকারে আরও বলেন, আসন্ন মহড়ায় ইরানের নৌবাহিনীর নয়া সমরাস্ত্র প্রদর্শন করা হবে। বিশেষ করে মহড়ায় ‘গাদির’ শ্রেণীর সাবমেরিন এবং ‘সাহান্দ’ ডেস্ট্রয়ার অংশ নেবে।
×