ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলতি বছর জম্মু ও কাশ্মীরে ২৩২ বিচ্ছিন্নতাবাদী নিহত

প্রকাশিত: ০৪:৩৩, ১০ ডিসেম্বর ২০১৮

 চলতি বছর জম্মু ও  কাশ্মীরে ২৩২ বিচ্ছিন্নতাবাদী নিহত

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনীর হাতে চলতি বছর ২৩২ জন ‘বিচ্ছিন্নতাবাদী’ নিহত হয়েছে বলে কর্মকর্তারা শনিবার জানিয়েছেন। এদিকে জম্মু ও কাশ্মীরের একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন ‘বিচ্ছিন্নতাবাদী’ নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে পরবর্তী ১৭ ঘণ্টা ধরে অব্যাহত ছিল। অভিযান চলাকালে এক সৈন্য আহত হয়েছে। খবর এনডিটিভির। ভারতীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, কাশ্মীরীদের ছোড়া পাথরে একই সময়ে নিরাপত্তা বাহিনীর বহু সদস্যও আহত হয়েছেন। ২৫ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৮০ দিনে ৫১ জন নিহত হয়েছেন। যারা ভারতীয় কর্তৃপক্ষের ভাষায় ‘সন্ত্রাসী’। আর ১৫ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে নিহত হয়েছেন ৮৫ জন। ভারতীয় কর্মকর্তাদের দাবি, বর্তমানে কাশ্মীর উপত্যকায় সক্রিয় বিচ্ছিন্নতাবাদীর সংখ্যা এখন ২৪০ জনের মতো। যাদের মধ্যে বহিরাগতও রয়েছে।
×