ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নতুন মার্কিন জয়েন্ট চীফ অব স্টাফের নাম ঘোষণা

প্রকাশিত: ০৪:৩৩, ১০ ডিসেম্বর ২০১৮

 নতুন মার্কিন জয়েন্ট  চীফ অব স্টাফের  নাম ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক ঘোষণায় বলেছেন, তার পরবর্তী শীর্ষস্থানীয় সামরিক উপদেষ্টা হিসেবে আর্মি চীফ অব স্টাফ মনোনীত করছেন জেনারেল মার্ক মিলেকে। এ উদ্যোগ পেন্টাগন-চীফ জিম ম্যাটিসের জন্য এক নতুন চপেটাঘাতস্বরূপ বলে বলা হয়েছে। খবর এএফপির। মিলে সামরিক বাহিনীর জয়েন্ট চীফ অব স্টাফের পরবর্তী চেয়ারম্যান হিসেবে জেনারেল জোসেফ ডানফোর্ডের স্থলাভিষিক্ত হবেন। ডানফোর্ড তার দু’বছরের মেয়াদ শেষে ২০১৯-এর অক্টোবরে অবসর গ্রহণ করবেন। ট্রাম্প টুইটারে বলেছেন, অত্যন্ত ভাল আমি এ দু’জনের কাছেই আমাদের দেশের প্রতি তাদের সেবা প্রদানের জন্য কৃতজ্ঞ। কিন্তু প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ৬০ বছর বয়স্ক মিলেকে মনোনয়ন দিয়ে ম্যাটিসের ইচ্ছার বিরুদ্ধে গেলেন ট্রাম্প। ম্যাটিস এ পদের জন্য এয়ারফোর্স জেনারেল ডেভিড গোল্ডফিনকে সমর্থন করে আসছিলেন। চার তারকাবিশিষ্ট জেনারেল মিলে তার যুদ্ধ কমান্ড দক্ষতার জন্য সুবিদিত। তিনি ইরাক ও আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন। ডানফোর্ড একজন ম্যারিনকোর জেনারেল। ২০০৫ সাল থেকে চেয়ারম্যান পদে এয়ারফোর্সের কোন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়নি। এয়ারফোর্স, আর্মি, ম্যারিন কোর নেভি ও ন্যাশনাল গার্ডের প্রধান হচ্ছেন জয়েন্ট চীফ অব স্টাফ। মিলে মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে অভিনন্দন জানান ডানফোর্ড। এ মনোনয়নের জন্য অবশ্য মার্কিন সিনেটের অনুমোদনের প্রয়োজন হবে। অধিকতর স্পষ্টভাবে একটানা দায়িত্ব পালনের জন্য পদটির মেয়াদ দ্বিগুণ করে একটি নতুন আইন পাস হয়েছে গতবছর। মিলে তাই এ পদের দায়িত্ব পালন করবেন ৪ বছর। মিলের মনোনয়নের ঘোষণার প্রতি পেন্টাগনের প্রতিক্রিয়া কিছুটা শীতল।
×