ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউক্রেন ইস্যুতে রুশ-মার্কিন যুদ্ধের আশঙ্কা

প্রকাশিত: ০৪:৩২, ১০ ডিসেম্বর ২০১৮

 ইউক্রেন ইস্যুতে রুশ-মার্কিন যুদ্ধের আশঙ্কা

ইউক্রেন সঙ্কটকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষজ্ঞ জেমস জাট্রাস। সম্ভাব্য যুদ্ধে ইউক্রেনও জড়িত থাকবে এবং শেষ পর্যন্ত সে যুদ্ধ পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে। জেমস জাট্রাস এক সময় মার্কিন সিনেটের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি শুক্রবার ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেছেন। খবর ওয়েবসাইট। মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার উত্তেজনার পরিপ্রেক্ষিতে ওইদিন তারা ‘উন্মুক্ত আকাশ’ চুক্তির আওতায় একটি ওসি-১৩০ বিমানের সাহায্যে ‘অসাধারণ পর্যবেক্ষণ ফ্লাইট’ পরিচালনা করেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি তাদের সমর্থন নিশ্চিত করে। এ সম্পর্কে জাট্রাস বলেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের কোন মিত্র দেশ নয়। তাদের প্রতি আমাদের কোন দায়বদ্ধতাও নেই। ইউক্রেন ন্যাটোর কোন সদস্য দেশও নয়।
×