ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০৪:২৯, ১০ ডিসেম্বর ২০১৮

নীলফামারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার নীলফামারী ॥ ঢাকা হতে ছেড়ে আসা মীরগঞ্জগামী নৈশ কোচের ধাক্কায় নিহত হয়েছে আব্দুল মতিন (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে কিশোরীগঞ্জ উপজেলার জলঢাকা সড়কের ছাদুরারপুল নামকস্থানে। নিহত ব্যক্তি নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়া পাড়ার মতিয়ার রহমানের ছেলে বলে পুলিশ জানায়। খুলনায় যাত্রী স্টাফ রিপোর্টার খুলনা অফিস জানায়, বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে আবুল হোসেন (৪৫) নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর রূপসার চানমারী এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন নগরীর চানমারী এলাকার আবুল মালেক মাঝির ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে চানমারী গলির সামনের সড়কে বিআরটিসির একটি বাস একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা আবুল হোসেন রাস্তায় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ভালুকায় শ্রমিক নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ থেকে জানান, ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় রবিবার বিকেলে রাস্তা পার হওয়ার সময় লরি চাপায় সরলা খাতুন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে । জানা যায়, ঘটনার সময় ওইস্থান দিয়ে রাস্তা পার হতে গিয়ে আরিফ মিলের ডে লেবার সরলা খাতুনকে একটি লড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত সরলা সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার গজারিয়া গ্রামের বাসিন্দা । বরিশালে ২০ পুলিশ আহত স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, খুলনা থেকে বাৎসরিক ফায়ারিং কার্যক্রম শেষে বরিশালে ফেরার পথে পুলিশ সদস্যদের বহনকারী বাস শনিবার রাত সাড়ে নয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। এতে বাসে থাকা নারী পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। গুরুত্বর আহতদের ওইদিন রাত বারোটার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝালকাঠীর রাজাপুর উপজেলার নৈকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
×