ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে শিশুদের জন্য হ্যাপি স্ট্রিট অনুষ্ঠান

প্রকাশিত: ০৪:২৮, ১০ ডিসেম্বর ২০১৮

 চট্টগ্রামে শিশুদের জন্য হ্যাপি স্ট্রিট অনুষ্ঠান

মহান বিজয়ের মাস উপলক্ষে সম্প্রতি ফ্রোবেল প্লে স্কুল ও ফ্রোবেল একাডেমির উদ্যোগে শিশুদের জন্য হ্যাপি স্ট্রিট নামক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যার মুখ্য উদ্দেশ্য ছিল নগর ও খুদে নাগরিকদের মধ্যে একটি সৌহার্দ্যকি মেলবন্ধন স্থাপনসহ একতাবদ্ধ সমাজ সৃষ্টি করা। এই আয়োজনে স্কুলের সন্নিকটে দুটি সড়ককে বর্ণিলভাবে সাজানো হয়েছিল শিশুদের নিরাপদ খেলাধুলার স্থান হিসেবে। এর মধ্যে মৃন্ময়শিল্প, ক্রিকেট, ব্যাডমিন্টন, জাদু প্রদর্শনী ও ট্যালেন্ট শো ছিল উল্লেখযোগ্য। লাফটার ক্লাব, ক্রাক প্লাটুন (আত্মরক্ষামূলক সংগঠন), পোষা প্রাণী ও উপলব্ধি ফাউন্ডেশনের প্রদর্শনীসমূহ অন্যতম আকর্ষণের মাত্রায় পরিণত হয়েছিল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন সম্মানিত প্রধান অতিথি হিসেবে এই আয়োজন উদ্বোধন করেন। এ সময় ডাঃ বাসনা মুহুরী, বি এস আর এম গ্রুপ-এর সম্মানিত পরিচালকবৃন্দ যথাক্রমে আমির আলী হোসেন ও জোহের তাহের আলীসহ ফ্রোবেল প্লে স্কুল ও ফ্রোবেল একাডেমির পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×