ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় দশ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা

প্রকাশিত: ০৪:২৭, ১০ ডিসেম্বর ২০১৮

 সাতক্ষীরায় দশ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সমাজের বিভিন্ন স্তরে সফলতার স্বীকৃতি হিসেবে জেলার দশ নারীকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদানের পাশাপাশি সংবর্ধনা দেয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে রবিবার সাতক্ষীরায় আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা জগদীশ হাওলাদার প্রমুখ। এর আগে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়। শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রাপ্তরা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী জেলার তালার ভায়ড়া গ্রামের মমতাজ বেগম, শিক্ষা বিস্তার ও নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুনাহার, সফল জননী কামার বায়সা গ্রামের জাহানারা খাতুন, শ্যামনগরের নকিপুরের প্রতিবন্ধী অষ্টমী মালো, সমাজ উন্নয়নে তালার শিরাশুনির গুলশান আরা খাতুন, পেশায় সাফল্য অর্জনকারী শহরের কাটিয়ার আম্বিয়া সুলতানা, চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সোনারডাঙ্গা গ্রামের মনিরা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ঘুরে দাঁড়ানো বেনেরপোতার শরিফা খাতুন ও সমাজ উন্নয়নে অবদান রাখা বালিয়াডাঙ্গা গ্রামের শহরবানু। তাদের সবার হাতে তুলে দেয়া হয় সম্মাননাপত্র ও ক্রেস্ট। বগুড়া স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, রবিবার বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এইদিন বিভিন্ন ক্যাটাগরিতে বগুড়ার ৫ নারীকে জয়ীতা সম্মাননা পদক দেয়া হয়। তারা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন ক্যাটাগরিতে দুপচাঁচিয়ার চুমকি আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন ক্যাটাগরিতে সোনাতলা উপজেলার শামীমা আক্তার, সফল জননী নারী ক্যাটাগরিতে শেরপুর উপজেলার গীতা রানী কর্মকার, নির্যাতনের মুছে ফেলে ঘুরে দাঁড়ানো নারী কাহালু উপজেলার মাফুজা বেগম ও সমাজ উন্নয়নে ক্যাটাগরিতে কাহালু উপজেলার মল্লিকা বেগম। জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ফয়েজ আহাম্মদ। রূপগঞ্জ নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। ভাল কাজে ভূমিকা রাখায় এ পাঁচ নারীকে সংবর্ধনা দেয়া হয়। রবিবার সকালে রূপগঞ্জ উপজেলা অডিটরিয়ামে এ সংর্বধনা দেয়া হয়। সন্তানদের দেশের বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত করে তোলার কারণে সফল জননী হিসেবে রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের জননী রাহাতুন্নেসা সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অবদান রাখায় মিনু আক্তার, নির্যাতনের শিকার ভুলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় রাবেয়া আক্তার, সমাজে অর্থনৈতিকভাবে সফল ভূমিকা রাখায় রেহানা বেগম, সামাজিক কার্যক্রম পরিচালনায় অবদান রাখায় ডাঃ খালেদা খানমকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান মিয়া। প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়া। কচুয়া নিজস্ব সংবাদদাতা কচুয়া, চাঁদপুর থেকে জানান, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কচুয়ায় নির্বাচিত ৫ মহীয়সী নারীকে জয়িতা পদকে সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার নীলিমা আফরোজ। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী। ৫ জয়িতা হলেন মনোয়ারা বেগম, রোকেয়া আক্তার, অনিমা রানী বৈদ্য, পূর্নিমা রানী চৌধুরী ও নমিতা রানী দাস।
×