ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবসিডিয়ারি থেকে ৪১.৭৫ শতাংশ লভ্যাংশ পেল ইউনাইটেড পাওয়ার

প্রকাশিত: ০৪:১২, ১০ ডিসেম্বর ২০১৮

 সাবসিডিয়ারি থেকে ৪১.৭৫  শতাংশ লভ্যাংশ পেল  ইউনাইটেড পাওয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড (ইউএইএল) থেকে ২০১৭-১৮ হিসাব বছরে অভ্যন্তরীণ ও চূড়ান্ত মিলিয়ে মোট ৪১ দশমিক ৭৫ শতাংশ বা ১৬৭ কোটি ১৮ লাখ ৭৪ হাজার ১৬১ টাকা লভ্যাংশ পেয়েছে। ইউএইএলের এর ৩০ ও ৩১তম পর্ষদসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৭-১৮ হিসাব বছরের শেষ প্রান্তিকের (এপ্রিল-জুন) জন্য কোম্পানিটির পর্ষদ ৮ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ ৩৫ কোটি ৩ লাখ ৯২ হাজার ৭৮৮ টাকা। এদিকে ২০১৮-১৯ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পর্ষদ ৯ দশমিক ৭৫ শতাংশ অভ্যন্তরীণ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা যায়, ইউএইএল ১৯৫ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন ক্ষমতাসম্পন্ন। কোম্পানিটির মালিকানার ৯২ দশমিক ৪১ শতাংশ আছে ইউনাইটেড পাওয়ারের কাছে। জানা গেছে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইউনাইটেড পাওয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭১ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ২৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ২ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ৯০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে এ কোম্পানির ইপিএস হয়েছে ১১ টাকা ৫১ পয়সা, ৩০ জুন কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ৪০ টাকা ৮০ পয়সা।
×