ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এজিএমের ভেন্যু জানিয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ

প্রকাশিত: ০৪:১২, ১০ ডিসেম্বর ২০১৮

 এজিএমের ভেন্যু জানিয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ

বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু জানিয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আগামী ১৯ ডিসেম্বর ডিওএইচএস বারিধারা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এর এজিএম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজের পর্ষদ। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সদ্যসমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৫ পয়সা। ৩০ জুন এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ৮৩ পয়সায়। হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) এ কোম্পানির ইপিএস হয়েছে ৪২ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৮ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ২৪ পয়সায়। -অর্থনৈতিক রিপোর্টার
×