ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দরপতনে শেয়ারবাজারে সপ্তাহ শুরু

প্রকাশিত: ০৪:১১, ১০ ডিসেম্বর ২০১৮

দরপতনে শেয়ারবাজারে সপ্তাহ শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ রবিবার দরপতনে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন সামান্য বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ২ ও ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমেছে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২২২ ও ১ হাজার ৮৫৫ পয়েন্টে। ডিএসইতে ৫১৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২ কোটি টাকার বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫১৪ কোটি টাকার। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানির মধ্যে ১১২টি বা ৩৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৯৫টি বা ৫৭ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি বা ১০ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের শেয়ার। এদিন কোম্পানির ২৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা এ্যাডভেন্ট ফার্মার ১৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। লেনদেনে এরপর রয়েছে - ওয়াটা কেমিক্যাল, ফার্মা এইডস, ড্রাগন সোয়েটার, কাট্টালি টেক্সটাইল, ন্যাশনাল টি, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং জেএমআই সিরিঞ্জ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৫৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর। সিএসইতে মোট ২০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×