ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বে বেকারত্বের হার ৫ শতাংশ

প্রকাশিত: ০৪:০৮, ১০ ডিসেম্বর ২০১৮

 বিশ্বে বেকারত্বের হার  ৫ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বে বর্তমান বেকারত্বের হার সোয়া পাঁচ শতাংশের নিচে। যা গেল ৩৮ বছরের মধ্যে সবচেয়ে কম। এর আগে ১৯৮০ সালে এই হার ছিল ৫ শতাংশ। সুইজারল্যান্ডভিত্তিক ইনভেস্টমেন্ট ব্যাংক ইউবিএসের বিশ্লেষণী প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। উন্নত ও উদীয়মান অর্থনীতির ৪৮টি দেশের ওপর জরিপের মাধ্যমে এ প্রতিবেদন তৈরি হয়েছে। ইউবিএস জানায়, বিশ্বের মোট অর্থনৈতিক উৎপাদনের ৮৪ শতাংশই এ দেশগুলো থেকে আসে। প্রতিবেদনে জানানো হয়, ১৯৮০ সালের পর থেকে বিশ্বে বেকারত্বের হার বাড়তে থাকে। যা ২০১০ সালে ৮ শতাংশে পৌঁছার পর নিম্নমুখী হয়। অর্থনীতিবিদরা জানান, নমনীয় শ্রমচর্চা, স্বল্প মজুরি ও নিম্নতম সুদহারের কারণে গেল ৮ বছরে কর্মসংস্থান বেড়েছে।
×