ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চীনা পণ্যে শুল্কারোপ করেও যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমেনি

প্রকাশিত: ০৪:০৮, ১০ ডিসেম্বর ২০১৮

 চীনা পণ্যে শুল্কারোপ করেও যুক্তরাষ্ট্রের বাণিজ্য  ঘাটতি কমেনি

অর্থনৈতিক রিপোর্টার ॥ চীনা পণ্যে বাড়তি শুল্কারোপের পরও বাণিজ্য ঘাটতি কমাতে পারেনি ট্রাম্প প্রশাসন। গেল অক্টোবরে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্যে ঘাটতি ছিল ৭ হাজার ৮০০ কোটি ডলার। মার্কিন প্রশাসনের সর্বশেষ বাণিজ্য প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়েছে, অক্টোবরে পণ্য ও সেবা আমদানি ১ দশমিক ৫০ শতাংশ বেড়ে ২৬ হাজার ৬৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে সয়াবিনসহ বিভিন্ন কৃষিপণ্যের রফতানি আশঙ্কাজনক হারে কমেছে। এছাড়া বেইজিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রেকর্ড ৫ হাজার ৫৫০ কোটি ডলার ছাড়িয়েছে। মাসের ব্যবধানে যা বেড়েছে ১ দশমিক ৭০ শতাংশ। গেল অক্টোবরে চীন থেকে রেকর্ড পরিমাণ পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র।
×