ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইভিএম প্রকল্পে ১১০ কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত: ০৪:০৪, ১০ ডিসেম্বর ২০১৮

 ইভিএম প্রকল্পে  ১১০ কোটি টাকা বরাদ্দ

অর্থনৈতিক রিপোর্টার ॥ নানান বিতর্কের মধ্যেই গেল সেপ্টেম্বরে ইভিএম ব্যবহারের প্রকল্প অনুমোদন দেয় একনেক। আসছে নির্বাচনে এই যন্ত্রের মাধ্যমে ৬টি আসনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তবে বিপত্তি অর্থ যোগানে। চলতি অর্থবছরে এডিপির বাইরে থাকা প্রকল্পে কোন বরাদ্দ নেই। বরাদ্দ শেষ হওয়ায় সাড়া মেলেনি অর্থমন্ত্রণালয় থেকেও। অথচ ভোটের বাকি মাত্র ৪ সপ্তাহ। যেখানে ইভিএম কেনার প্রস্তুতি ঢের বাকি। এমন অবস্থায় দ্রুততম সময়ে অর্থ যোগানে পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় অর্থ মন্ত্রণালয়। এরপরই তড়িঘড়ি করে বিশেষ বরাদ্দ থেকে ইসির চাহিদা মাফিক ১১০ কোটি দেয়ার সিদ্ধান্ত নেয় পরিকল্পনা মন্ত্রণালয়। সংস্থাটি বলছে, চাহিদার ১০৫ কোটি টাকাই ব্যয় হবে মোটরযান ও যন্ত্রপাতি ক্রয়ে। আর, বছরের বাকি সময়ে অন্যান্য কার্যক্রম চালিয়ে নিতে বরাদ্দ চাওয়া হয়েছে ১ হাজার ৯৯৮ কোটি ৯ লাখ টাকা। বিশ্লেষকরা বলছেন, অর্থ ব্যয় হবে ঠিকই, তবে সুফল নিয়ে প্রশ্ন আছে। আগামী ৫ বছরে প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকা।
×