ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হজ চুক্তি করতে যেতে পারছেন না ধর্মমন্ত্রী

প্রকাশিত: ০৪:০০, ১০ ডিসেম্বর ২০১৮

 হজ চুক্তি করতে যেতে পারছেন  না ধর্মমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ হজ চুক্তি করতে সৌদি আরব যেতে পারছেন না টেকনোক্র্যাট কোটার ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তার পরিবর্তে যাচ্ছেন ধর্ম সচিব আনিছুর রহমান। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে বাদ পড়ায় শেষ মুহূর্তে হজ চুক্তির টিমে এ পরিবর্তন আনা হয়। জানা গেছে- আজ সোমবার বাংলাদেশ-সৌদি আরব দ্বি-পাক্ষিক হজ চুক্তি করতে সৌদি আরবে যাবেন ধর্ম সচিব মোঃ আনিছুর রহমান। তারই নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সরকারী প্রতিনিধি দল ২০ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এ এম মোসাদ্দেক আহমেদ, হজ অফিস, ঢাকার পরিচালক মোঃ সাইফুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের সিস্টেমস এ্যানালিস্ট মোঃ সাইফুল ইসলাম ও বিজনেস অটোমেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল ইসলাম। ১৩ ডিসেম্বর হজ চুক্তি সম্পাদিত হওয়ার কথা রয়েছে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সপরিবারে হজ চুক্তি করতে যাওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর দফতরে অনুমোদনের জন্য দিয়ে সম্মতি পাননি। ওই টিমে যাবার কথা ছিল মন্ত্রী, স্ত্রী, মেয়ে ও জামাতার। সেভাবেই তারা ভিসাও নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে মন্ত্রী হিসেবে বাদ পড়ায় তিনি ও তার পরিবারের অন্য সদস্যদের সৌদি সফর বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।
×