ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নারীকে এখনও রাজনৈতিক করুণার সামগ্রী মনে করা হয় ॥ মহিলা পরিষদ

প্রকাশিত: ০৩:৫৮, ১০ ডিসেম্বর ২০১৮

 নারীকে এখনও রাজনৈতিক করুণার সামগ্রী মনে করা হয় ॥ মহিলা পরিষদ

স্টাফ রিপোর্টার ॥ আমাদের সমাজে নারীকে রাজনৈতিক করুণার সামগ্রী মনে করা হয়। নারীর উন্নয়নে কোন সরকারই তাদের দেয়া সকল প্রতিশ্রুতি পালন করেন না। এ পর্যন্ত কোন সরকারই নারী ও শিশুর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করেনি। কোন রাজনৈতিক শক্তি নারীর পক্ষে কাজ করছেন না। নির্বাচন আসলেই নারীদের কথা মনে হয় অথচ নির্বাচন গেলে নারীর উন্নয়নে দেয়া কোন প্রতিশ্রুতিই তারা রাখেন না। তাই আগামী নির্বাচনে যারাই নারীর উন্নয়নে কাজ করবেন তাদেরকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। এজন্য সমাজের সকল শ্রেণী ও বয়সের নারী ভোটারদেরকে তাদের অধিকার আদায়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। রবিবার রাজধানীর জাতীয় শহীদ মিনারের পাদদেশে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন ও অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে ২১ দফা দাবি সম্পর্কিত ঘোষণা পাঠ করেন সংগঠনটির ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মালেকা বানু, ঢাকা মহানগরের সহ সাধারণ সম্পাদক মঞ্জুধর, টঙ্গী শাখার আন্দোলন সম্পাদক রীতা ব্রক্ষ্ম, মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট নাসিমা আক্তার, নারায়ণগঞ্জ জেলার সভাপতি লক্ষ্মী চক্রবর্তী ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। সভায় আয়শা খানম বলেন, আমরা এখন পর্যন্ত কোন রাজনৈতিক শক্তিকে নারী উন্নয়নে দায়বদ্ধ করতে পারিনি। যদি পারতাম তাহলে কিভাবে এক মাসেই ৫৮ জন নারী ধর্ষণের শিকার হয়? তাই আগামী নির্বাচন নারীর উন্ননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ মহিলা পরিষদ নারীর সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। কিন্তু কোন সরকারই আজ পর্যন্ত তেমন কোন উন্নয়ন করেন নি। যদিও আগের চেয়ে অনেকাংশে পাল্টেছে নারী সমাজের দৃশ্য। ব্রিটিশ আমলের যে সকল দাবি দাওয়া নারীরা করতো আজও অনেক দাবিই অপূর্ণ থেকে গেছে। সংসদে আজো নারীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো ব্যবহার করা হয়। নারীদেরকে রাজনৈতিকভাবে করুণার সামগ্রী করে রাখা হয়। দেশের কোন রাজনৈতিক দলই নারীকে তার প্রাপ্য সম্মান দেয় না। নারীর উন্নয়নে প্রতিবারই নতুন করে বাধার সৃষ্টি হয়। বর্তমান সরকার অনেক কাজ করলেও তাদের দেয়া অনেক প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন করেনি। তাই নারীর উন্নয়নে রাজনৈতিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসডিজি বাস্তবায়নে নারীদেরকেই এগিয়ে আসতে হবে।
×