ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির আরও ১০ প্রার্থী

জামায়াতের ২৪সহ ঐক্যফ্রন্টকে ছাড় দিল ৬০ আসন

প্রকাশিত: ০৮:৩৬, ৯ ডিসেম্বর ২০১৮

 জামায়াতের  ২৪সহ ঐক্যফ্রন্টকে ছাড় দিল ৬০ আসন

স্টাফ রিপোর্টার ‌॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবার জোটের শরিকদের ছেড়েছে ৬০টি আসন। এর মধ্যে ২০ দলীয় জোটের শরিকদের ৩৫টি এবং জাতীয় ঐক্যফ্রন্টকে ছেড়েছে ২০টি আসন। এসব আসনের সব প্রার্থীরাই বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে ভোট করবেন। ২০ দলীয় জোটের শরিকদের মধ্যে জামায়াতকে ২৪টি ও অন্যান্য শরিকদের দেয়া হয়েছে ১৬টি আসন। আর জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামকে ৭টি, জাসদকে ৫টি, কৃষক-শ্রমিক-জনতা লীগকে ৩টি, নাগরিক ঐক্যকে ৫টি। এর আগে শুক্রবার দলের ২০৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে। ধানের শীষ পেলেন ঐক্যফ্রন্টের ২০ প্রার্থী : জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদলগুলোর মধ্য থেকে ২০ প্রার্থী পেলেন বিএনপির ধানের শীষ। শনিবার রাতে গুলশান কার্যালয় থেকে ঐক্যফ্রন্টের নেতাদের এ ২০ আসনে মনোনয়নের কথা জানিয়ে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে মধ্যে রয়েছেন গণফোরামের সাতজন। তারা হলেন মোস্তফা মহসিন মন্টু ঢাকা-৭, সুব্রত চৌধুরী ঢাকা-৬, এএইচএম খালেকুজ্জামান ময়মনসিংহ-৮, রেজা কিবরিয়া হবিগঞ্জ-১, অধ্যাপক আবু সায়িদ পাবনা-১, সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ ও মেজর জেনারেল অব. আমসা আমিন কুড়িগ্রাম-২। নাগরিক ঐক্য পেয়েছে পাঁচটি আসন। তারা হলেন মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, এসএম আকরাম নারায়ণগঞ্জ-৫, শাহ রহমাতুল্লাহ রংপুর-১, মোফাখারুল ইসলাম রংপুর-৫ ও জেএম নুরুর রহমান জাহাঙ্গীর বরিশাল-৪। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) পেয়েছে পাঁচটি আসন। তারা হলেন আসম আব্দুর রব লক্ষ্মীপুর-৪, আব্দুল মালেক রতন কুমিল্লা-৪, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন ঢাকা-১৮, ড. সাইফুল ইসলাম কিশোরগঞ্জ-৩ ও নুরুল ইসলাম শরীয়তপুর-১। কৃষক-শ্রমিক-জনতা লীগ পেয়েছে তিনটি আসন। তারা হলেন ব্যারিস্টার কুঁড়ি সিদ্দিকী টাঙ্গাইল-৮, গাজীপুর-৩ ইকবাল সিদ্দিকী এবং টাঙ্গাইল-৪ আসনে রফিকুল ইসলাম। ২০ দলীয় জোটের শরিকদের মধ্যে যে ৩৫টি আসন বিএনপি ছেড়েছে তার মধ্যে এলডিপি পেয়েছে ৫টি আসন। তারা হলেন- কর্নেল (অব.) অলি আহমেদ চট্টগ্রাম-১৪, রেদওয়ান আহমেদ কুমিল্লা-৭, শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর-১, নুরুল ইসলাম চট্টগ্রাম-৭ ও সৈয়দ মাহবুব মোর্শেদ ময়মনসিংহ-১০। এ ছাড়া ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) মোহাম্মদ ইব্রাহিম পেয়েছেন চট্টগ্রাম-৫ আসন। বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২, পিপিবির রিটা রহমান রংপুর-৩, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের হবিগঞ্জ-৪ ও মুফতি মুনির হোসেন নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেয়েছেন। জমিয়তে উলামায়ে ইসলামের শাহিনুর পাশা সুনামগঞ্জ-৩, আবদুল বাসিদ আজাদ হবিগঞ্জ-২ ও মুফতি মোহাম্মদ ওয়াক্কাস যশোর-৫ আসনে জোটের মনোনয়ন পেয়েছেন। জাতীয় পার্টির (কাজী জাফর) টিআই ফজলে রাব্বী গাইবান্ধা-৩ ও আহসান হাবিব লিংকন কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন পেয়েছেন। জামায়াতের ২৪ আসন : ঢাকা-১৫ আসনের ডাঃ শফিকুর রহমান, সিরাজগঞ্জ-৪ আসনে রফিকুল ইসলাম খান, খুলনা-৬ আসনে আবুল কালাম আজাদ, কুমিল্লা-১১ আসনে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, খুলনা-৫ আসনে মিয়া গোলাম পরওয়ার, বাগেরহাট-৩ এ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ অধ্যাপক আবদুল আলীম, চট্টগ্রাম-১৫ আসনে শামসুল ইসলাম, কক্সবাজার-২ আসনে হামিদুর রহমান আযাদ, সিলেট-৫ আসনে ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট-৬ আসনে হাবিবুর রহমান, ঠাকুরগাঁও-২ আসনে আবদুল হাকিম, দিনাজপুর-১ আসনে আবু হানিফ, দিনাজপুর-৬ আসনে আনোয়ারুল ইসলাম, নীলফামারী-২ মনিরুজ্জামান মন্টু, নীলফামারী-৩ আসনে আজিজুল ইসলাম, গাইবান্ধা-১ আসনে মাজেদুর রহমান, সাতক্ষীরা-২ আসনে মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৩ মুফতি রবিউল বাশার, সাতক্ষীরা-৪ আসনে গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ আসনে শামীম সাঈদী, ঝিনাইদহ-৩ অধ্যাপক মতিয়ার রহমান, যশোর-২ আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন ও পাবনা-৫ মাওলানা ইকবাল হুসাইন। বিএনপির আরও ১০ প্রার্থী ঘোষণা : শনিবার রাতে নতুন করে যে ১০ জন বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে তারা হলেন গাইবান্ধা-২ আবদুর রশীদ সরকার, পটুয়াখালী-২ শহীদুল আলম তালুকদার, নারায়ণগঞ্জ-১ কাজী মুনীর, ময়মনসিংহ-১ আলী আজগর, কুমিল্লা-৬ হাজী আমিন-উর রশীদ ইয়াসিন, জামালপুর-১ রশীদুজ্জামান মিল্লাত, সিলেট-১ খন্দকার আবদুল মুক্তাদির, নেত্রকোনা-৫ আবু তাহের তালুকদার, চাঁদপুর-৩ শেখ ফরিদ উদ্দিন আহমেদ ও বরগুনা-২ আসনে খন্দকার মাহবুব হোসেন।
×