ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রতিশোধ নিতে চান রোভম্যান

প্রকাশিত: ০৭:১৭, ৯ ডিসেম্বর ২০১৮

প্রতিশোধ নিতে চান রোভম্যান

স্পোর্টস রিপোর্টার ॥ গত জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। এবার বাংলাদেশ সফরে ঠিক উল্টোটাই ঘটেছে টেস্ট সিরিজে। ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে ক্যারিবীয়রা। এবার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। নিজেদের মাঠে যে ভাগ্যবরণ করেছে ওয়েস্ট ইন্ডিজ এবার নতুন অধিনায়ক রোভম্যান পাওয়েল তা স্বাগতিক বাংলাদেশকে ফিরিয়ে দেয়ার প্রত্যয় জানালেন। শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোভম্যান মিরপুরে আশা প্রকাশ করেছেন ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটে অনেক শক্তিধর হলেও বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে সফর শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু ওয়ানডে সিরিজে স্বাগতিক ক্যারিবীয়দের ২-১ ব্যবধানে হারিয়ে দেয়। এবার বাংলাদেশ সফর ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। তারাও চাইছে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারের স্বাদ ফিরিয়ে দিতে। এ বিষয়ে রোভম্যান বলেন, ‘আমরা এখন সাদা বলের ক্রিকেটে মনোযোগী। ছেলেরা বেশ অনুপ্রাণিত এবং আত্মবিশ্বাসী আর আশা করছি আমরা সম্ভবপর সেরা ফলাফল পাব। এটা খুব চ্যালেঞ্জিং হবে। ঘরের সুবিধায় থাকা যে কোন দলকে মোকাবেলা করা কঠিন। বাংলাদেশ ঘরের মাঠে খুবই ভাল দল। দলগতভাবে আমরা এ বিষয়ে বেশ সতর্ক আছি। ক্যারিবিয়ানে তারা আমাদের পরাজিত করেছে আর আমরা এখানে ঠিক সেটাই করতে চাচ্ছি।’ রোভম্যানের এই আত্মবিশ্বাসের কারণ সর্বশেষ ভারত সফরে দলের ওয়ানডে পারফর্মেন্স। তাছাড়া বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারও দলে ফিরেছেন। তিনি বলেন, ‘আমাদের মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো ও টি২০ অধিনায়ক কার্লোস ব্রেথওয়েটসহ কিছু সিনিয়র খেলোয়াড় আছে। পুরো সময়টাতে আমাকে সহায়তা দিতে প্রচুর অভিজ্ঞতার সম্মিলন থাকছে। দু’জন অভিজ্ঞ খেলোয়াড় যারা স্পিনে ভাল তাদের পাওয়াটা ওয়েস্ট ইন্ডিজের জন্য খুবই ভাল লক্ষণ। উভয় দলে ভাল স্পিনার, ফাস্ট বোলার ও ব্যাটসম্যান আছে। এটাকে খুবই সমান-সমান মনে হচ্ছে। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে।’ রোভম্যান অধিনায়ক হিসেবে এমন প্রত্যাশা করতেই পারেন। তবে বাস্তব ব্যাপার হচ্ছে ২০১৪ সালে ঘরের মাটিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়ে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল তারা। এরপর আর কোন ওয়ানডে সিরিজ জিততে পারেনি। গত ১৩টি ওয়ানডে সিরিজের ১১টিতেই হেরেছে তারা, ২টি সমতায় শেষ হয়েছে। এ বিষয়ে রোভম্যান বলেন, ‘আমরা দীর্ঘদিন ওয়ানডে সিরিজ জিতিনি। ছেলেরা বেশ আত্মবিশ্বাসী এবং এগিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছে। ভারতে আমরা কিছুটা চমৎকার ক্রিকেট খেলেছি, কিন্তু যেমনটা চেয়েছিলাম তেমন ফল পাইনি। বিশ্বকাপের আগে কিছু সিরিজ আমাদের আয়ত্তে থাকলে খুবই ভাল ব্যাপার হবে। বিশ্বকাপে যাওয়ার আগে এটা অবশ্যই আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’ তবে বাংলাদেশ দারুণ সময় কাটাচ্ছে ওয়ানডেতে। এমনকি সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই জিতছে স্বাগতিকরা। এবার দু’জনই ফিরেছেন।
×