ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্বোধ রমিজের আরেক কাণ্ড

প্রকাশিত: ০৭:১৪, ৯ ডিসেম্বর ২০১৮

নির্বোধ রমিজের আরেক কাণ্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৬ পাকিস্তান সুপার লীগের (পিএসএল) এক ম্যাচে তামিম ইকবালকে উর্দুতে প্রশ্ন করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন রমিজ রাজা। তামিমের দুর্দান্ত ইংরেজী জ্ঞানের কথা জেনেও রমিজ বলেছিলেন, ‘আমি তো তোমার ভাষা জানি না, ইংরেজী চলবে? নাকি...?’ এবার নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামনসের সামনে ইতিহাস কপচাতে গিয়ে ধরা খেলেন তিনি। আবুধাবি টেস্ট ১২৩ রানের বড় ব্যবধানে জিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। জঙ্গী আক্রান্ত পাকিস্তান দুবাইকেই নিজেদের ‘হোম গ্রাউন্ড’ বানিয়েছে বহু বছর হলো। সেই হিসেবে পাকিস্তানের হোম গ্রাউন্ডে নিউজিল্যান্ড টেস্ট সিরিজ জিতল ৪৯ বছর পর। সর্বশেষ ১৯৬৯ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ জিতেছিল কিউইরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় উইলিয়ামসনের কাছে এই ঐতিহাসিক মুহূর্তের অনুভূতির কথাই হয়তো জানতে চেয়েছিলেন রমিজ। তিনি প্রশ্ন করেন, ‘এই মুহূর্তটির জন্য ৪৯ বছর অপেক্ষা করেছ তুমি...।’ কিন্তু কেন উইলিয়ামসনও কম রসিক নন। তিনি রমিজকে মাঝপথেই থামিয়ে দিয়ে হাসতে হাসতে বলেন, ‘আমি মোটেও ৪৯ বছর অপেক্ষা করিনি। আমার বয়স মাত্র ২৮ হয়েছে।’ রমিজ রাজাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি। ধরা খেয়ে রমিজের মুখ থমথমে হয়ে গেলেও জোরে হেসে ওঠেন উইলিয়ামসন। পরক্ষণেই ঘটনা সামাল দিতে তিনি বলেন, ‘এটা অসাধারণ একটি বিজয়। পাকিস্তানকে তাদেরই মাঠে হারানো খুব কঠিন। এটা বিশেষ কিছু মনে হচ্ছে। ছেলেরা অনেকদিন এটা মনে রাখবে।’ উল্লেখ্য, এই সিরিজেই প্রথম টেস্টে নিউজিল্যান্ডের ৪ রানের নাটকীয় জয়ের নায়ক আইজাজ প্যাটেলকেও প্রায় একই স্টাইলে ‘হিন্দি না ইংরেজীয়’ বলে ট্রল হয়েছিলেন সাবেক পাকিস্তান তারকা। উইলিয়ামসন লাইভ সম্প্রচারের মাঝে ঘটনা সামাল দিয়ে ফেললেও রমিজ রাজাকে ট্রোলড হওয়া থেকে বাঁচাতে পারেননি। তাকে নিয়ে সোশ্যাল সাইটে ব্যাপক হাস্যরস চলছে। আন্তর্জাতিক মিডিয়াতেও প্রকাশিত হয়েছে রমিজের ধরা খাওয়ার ঘটনাটি।
×