ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাটোরে জীবনের নিরাপত্তা চেয়ে স্কুল শিক্ষিকার সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:৫৫, ৯ ডিসেম্বর ২০১৮

নাটোরে জীবনের  নিরাপত্তা চেয়ে স্কুল শিক্ষিকার সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৮ ডিসেম্বর ॥ জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জেমসের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা- থেকে বাঁচতে এবং জীবনের নিরাপত্তা ও সঠিক বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে স্কুল শিক্ষিকা রোজী বেগম। তিনি এক ঠিকাদারের স্ত্রী। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতার অব্যাহত চাঁদাবাজিতে অতিষ্ঠ ওই শিক্ষিকা বিচারের দাবিতে অন্তঃসত্ত্বা অবস্থায় দ্বারে দ্বারে ঘুরে তার গর্ভের শিশু অকালে মারা যাওয়ার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এছাড়া রোজী ও ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রকাশ্যে দিবালোকে জেমসসহ আসামিরা ঘুরে বেড়াচ্ছে এবং হুমকিধমকি দিয়ে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। তবে পুলিশ বলেছে আসামিদের গ্রেফতারের জন্য তারা তৎপর রয়েছেন। শনিবার দুপুরে নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকায় তার ভাড়াটিয়া বাসায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্কুল শিক্ষিকা রোজী বেগম এসব বলে কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোজী বেগমের স্বামী মনিরুজ্জামান সেন্টু, তার বাবা শহিদুল্লাহ, মা সাবেক ইউপি সদস্য হাজেরা বেগম, গুলিবিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা শাহরিয়ার হোসেন রিয়নের মা আফরোজা বেগম, বড়ভাই আতিকুর রহমানসহ এলাকার ভুক্তভোগীরা।
×