ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘মিথ্যাচার করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় বিএনপি’

প্রকাশিত: ০৬:৪৬, ৯ ডিসেম্বর ২০১৮

‘মিথ্যাচার করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় বিএনপি’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মনোনয়নপ্রত্র বাতিল হওয়ার পর আপীলে প্রার্থিতা ফিরে পাওয়ার ক্ষেত্রে বিএনপি নির্বাচন কমিশনের (ইসি) আনুকূল্য পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুরপাড় নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিং-এ ড. হাছান মাহমুদ এই মন্তব্য করেন। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নানা ইস্যুতে মিথ্যাচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব রিজভি আহাম্মেদ টানা সংবাদ সম্মেলন করে প্রতিদিনের মতো মিথ্যাচার করেছেন। তার মিথ্যাচারের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করা, সরকারের ভূমিকাকে বিতর্কিত করা, নির্বাচন কমিশনকে বিতর্কিত করা। একদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের বাতিল মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য ইসিকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ইসি সরকারের ফরমায়েস বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন। মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিবের দুরকমের বক্তব্যের মাধ্যমে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে। ড. হাছান মাহমুদ বলেন, এযাবতকালের নির্বাচনে কোন রাজনৈতিক দল ৩ শ’ আসনে ৮ শ’ প্রার্থী মনোনয়ন দেয়নি। বিএনপি নজিরবিহীনভাবে ৮ শ’ প্রার্থী মনোনয়ন দিয়েছে। নির্বাচন কমিশনে তাদের অনেকের প্রার্থিতা বাতিল হওয়া সত্ত্বেও তাদের ৫৫৬ জনের প্রার্থিতা টিকেছে। ইসিতে আপীলে শুক্রবার পর্যন্ত বিএনপির প্রায় ১০০ প্রার্থী ে ফরত পেয়েছে। বিএনপির কয়েকজন প্রার্থী হলফনামায় সাক্ষরই করেননি। এর পরও তারা প্রার্থিতা ফেরত পেয়েছেন। এই জন্যই মির্জা ফখরুল ইসিকে ধন্যবাদ জানিয়েছেন। স্বাক্ষর না থাকা সত্ত্বেও গোলাম মাওলা রণিকে প্রার্থিতা ফেরত দেয়া হয়েছে। এটা নজিরবিহীন। ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবেই কাজ করছে, ক্ষেত্র বিশেষে নির্বাচন কমিশনের আনুকূল্য পাচ্ছে বিএনপি। আজকেও আপীল চলছে। শনিবারও অনেকে প্রার্থিতা ফেরত পেয়েছেন। এর ফলে বর্তমানে তাদের প্রার্থী সংখ্যা সাড়ে ৬ শ’ ছাড়িয়ে গেছে। এখন অনেকেই বলছেন বিএনপির নয়াপল্টন অফিস এবং গুলশানের বেগম জিয়ার কার্যালয় এখন মনোনয়ন বাণিজ্যের হাট বসেছে। ড. হাছান মাহমুদ বলেন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের আইএসআইর বৈঠকের খবর বেরিয়েছে কয়েককটি সংবাদ মাধ্যমে। টাইমস অব আসামের বরাত দিয়ে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমও খবরটি পরিবেশন করেছে। লন্ডনে তারেক রহমান নিয়মিতভাবে পাকিস্তানের সামারিক বাহিনীর গোয়েন্দা সংস্থা আইএসআইর সঙ্গে নিয়মিত বৈঠক করেন। সম্প্রতি বৈঠক করেছেন যেখানে জামায়াত নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাকও উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমে বেরিয়েছে বৈঠকের মূল বিষয় ছিল বাংলাদেশে কিভাবে জামায়াত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠা করা যায়। তারেক রহমান শুধু যে আইএসআইর সঙ্গে বৈঠক করছেন তা নয়, তিনি ইতোপূর্বে দাউদ ইব্রাহিমের সঙ্গেও বৈঠক করেছেন সেই খবরও সংবাদ মাধ্যমে বেরিয়েছে। বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার তাদের একটা উদ্দেশ্য আছে। তাছাড়া নির্বাচনের মাধ্যমে যাতে জামায়াত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্য নিয়ে তারেক রহমান কাজ করছে। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে কেন্দ্র পাহারা দিতে হবে। কেন্দ্র পাহারা দেয়ার ঘোষণার মাধ্যমে তাদের কেন্দ্র দখল করার দুরভিসন্ধি প্রকাশ পেয়েছে প্রকৃত পক্ষে। বিএনপিকে মিথ্যাচার না করে নির্বাচনে মনোনিবেশ করার আহ্বান জানান ড. হাছান মাহমুদ।
×